সিলেটে লন্ডন পাঠানোর নামে প্র তা র ণা, আদিল-সোমা কা রা গা রে

gbn

জিবি নিউজ প্রতিনিধি//

লন্ডন পাঠানোর নামে একাধিক তরুণ-তরুণীর কাছ থেকে হাতিয়ে নিয়েছেন প্রায় দুই কোটি টাকা। এরপর মোবাইল বন্ধ রেখে উধাও কথিত স্বামী স্ত্রী। প্রতারিত তরুণ-তরুণীরা থানায় অভিযোগ (নং ৭/ ৫ জুন ২০২৫) দায়ের করেন। অবশেষে ধরা পড়লেন তারা।

 
 

শনিবার রাত সাড়ে ১০টার দিকে যশোরের কোতোয়ালী থানার সেক্টর ৭ এর ৬নং বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা এসআই মুকিত মিয়া।

 

তারা হলেন ঢাকার কদমতলী থানার রায়েরবাগ মিরজানগর সি ব্লকের মো. ইব্রাহীম ও নাছিমা বেগমের ছেলে মো. নাজিম উদ্দিন আদিল (৩৫) ও তার কথিত স্ত্রী ফারজানা শারমীন সোমা (৩৭)।

 

রবিবার (৭ ডিসেম্বর) তাদের সিলেট নিয়ে এসে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) খন্দকার মোস্তাফিজুর রহমান।

 

জানা গেছে, সিলেটের জিন্দাবাজরস্ত এলিগেন্ট মার্কেটের এস আই ইন্টারন্যাশনাল নামক একটি ট্রাভেলসের মালিক ওই দম্পতি। সম্প্রতি তাদের প্রচারণায় আকৃষ্ট হয়ে আইইএলটিএস সম্পন্ন করা অনেক তরুণ-তরুণী নিজেদর গহনা জমি জায়গা বিক্রি করে লন্ডন যাওয়ার জন্য তাদের হাতে তুলে দিয়েছেন টাকা। ওয়ার্ক পারমিট ভিসা করে দেওয়ার নামে তারা জনপ্রতি ১৫ লাখ টাকা থেকে শুরু করে ২০/২২ লাখ টাকাও দিয়েছেন।

 

এক্ষেত্রেও তারা বেশ কৌশলী ছিলেন। ভিসা হয়ে গেছে, এমন ছবি দেখিয়ে তারা টাকা আদায় করেছেন। পরে দেখা গেছে, ভিসা সঠিক নয়। এরপর প্রতারিতরা তাদের কাছে ছুটে এলেও আর অফিস খোলা পাওয়া যায়নি। এমনকি তারা তাদের মোবাইলও বন্ধ করে দেন।

 

হতাশায় গ্রাস করা তরুণ-তরুণীরা তখন কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালায় এবং যশোর থেকে তাদের গ্রেপ্তার করে সিলেট নিয়ে আসা হয়।

 

তাদেরকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান। আর কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে আদালত সূত্র।

 

প্রতারিত এক তরুণী বলেন, আমরা অনেক কষ্ট করে গহনা বিক্রি করে উনাদের টাকা দিয়েছি। কিন্তু পরে দেখি সব কিছু ভুয়া। আমরা এর ন্যায় বিচার এবং টাকা ফেরত চাই।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন