চুক্তি মেনে নেবে ইউক্রেন, এই সপ্তাহেই ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠক

gbn

২৮ দফা চুক্তির প্রস্তাব দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া দাবি করছে, তারা চুক্তির খসড়া পেয়েছে এবং তারা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করতে প্রস্তুত আছে। এরমাঝেই ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধ শেষ করার কূটনৈতিক প্রচেষ্টা চলছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, এই সপ্তাহের মাঝে ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে কথা বলতে জেলেনস্কি যুক্তরাষ্ট্রে যেতে পারেন। ইউক্রেনের নিরাপত্তা পরিষদের প্রধান রুস্তেম উমেরভ মঙ্গলবার (২৫ নভেম্বর) বলেন, খুব দ্রুতই তারা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে চান। 

ইউক্রেনের নিরাপত্তা প্রধান আশাব্যক্ত করে বলেন, যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন ‘জেনেভায় পূর্ববর্তী আলোচনায় চুক্তির মূল শর্তগুলোর বিষয়ে একটি সাধারণ বোঝাপড়া তৈরি করেছে।’ তবে হোয়াইট হাউস এখনও ট্রাম্প-জেলেনস্কি আলোচনার সম্ভাবনা সম্পর্কে কোনো মন্তব্য করেনি।

এদিকে, যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে যে তার কর্মকর্তারা আবুধাবিতে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মঙ্গলবার জানিয়েছেন, একটি অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা হাতে পেয়েছে মস্কো এবং তারা এটা নিয়ে আলোচনা করতে প্রস্তুত।

সোমবার রাতভর সংঘর্ষ চলতে থাকে। রাশিয়া ও ইউক্রেন দুদশেই দুদেশের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালায়। কিয়েভের কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার হামলায় শহরে অন্তত ছয়জন নিহত হয়েছে। আর রাশিয়ার কর্মকর্তারা বলেছেন, রোস্তভ অঞ্চলে ইউক্রেনের হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে।

ইউক্রেনের জাতীয় নিরাপত্তা প্রধান রুস্তেম উমেরভ জানিয়েছেন, তার দল ‘নভেম্বরের সম্ভাব্য দ্রুততম সময়ে জেলেনস্কির মার্কিন সফর আয়োজন করার জন্য অপেক্ষা করছে। যাতে চূড়ান্ত পদক্ষেপ সম্পন্ন করা যায় এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে চুক্তি করা যায়।’

মঙ্গলবার এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে রুস্তেম উমেরভ লিখেছেন, মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধি দল ‘শান্তি পরিকল্পনার মূল শর্তগুলোর বিষয়ে একটি সাধারণ বোঝাপড়ায় পৌঁছেছে। একজন মার্কিন কর্মকর্তা বিবিসিকে বলেছেন, ইউক্রেন ‘একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে। কিছু ছোটখাটো বিষয় এখনও সমাধান বাকি আছে।’  তবে এ নিয়ে বিস্তারিত কিছু তিনি জানাননি।

কিয়েভ ও ইউরোপের নেতারা শান্তি পরিকল্পনার প্রাথমিক খসড়াকে সমালোচনা করেছিলেন, কারণ তারা মনে করেছিলেন এটি রাশিয়ার পক্ষে অনেক বেশি সুবিধাজনক। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি দ্বারা প্রস্তাবিত প্রতিপ্রস্তাবগুলোতে কোনো রাশিয়ার দখলকৃত অঞ্চলের স্বীকৃতি নেই। ইউক্রেনের অনুমোদিত সেনা সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং ইউক্রেনকে ন্যাটোতে যোগদানের পথ উন্মুক্ত রাখা হয়েছে।

জেলেনস্কি বিতর্কিত ২৮ দফা মার্কিন শান্তি পরিকল্পনায় প্রস্তাবিত পরিবর্তনগুলো স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, এখন যুদ্ধ শেষ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো সম্ভবপর হতে পারে। এই কাঠামোয় অনেক সঠিক উপাদান অন্তর্ভুক্ত করা হয়েছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন