শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
বীর মুক্তিযোদ্ধা মরহুম মুহাম্মদ আব্দুল কবিরের মায়ের নামে রেখে যাওয়া প্রতিষ্ঠান শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজ জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ কলেজ হিসেবে নির্বাচিত হয়েছে এবং এই কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন ও জেলা শিক্ষা অফিসার ফরিদা নাজমীনের স্বাক্ষরে ১২ জানুয়ারি জাতীয় শিক্ষা সপ্তাহ হবিগঞ্জ জেলার ফলাফল ঘোষণা করা হয়েছে। ১৬ টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) জহুর চান বিবি মহিলা কলেজ ১০০ নম্বরের মধ্যে ৮৯ নম্বর পেয়ে জেলায় শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে। এর মধ্যে কলেজের ফলাফল, পাস করা ছাত্রী সংখ্যা, প্রশাসনিক আর্থিক শৃঙ্খলায় সর্বাধিক নম্বর পেয়েছে।
অপরদিকে ১৩ টি ক্যাটাগরিতে ১০০ নম্বরের মধ্যে অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ৭৯ নম্বর পেয়ে জেলায় শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। অধ্যক্ষ আল মামুন ইতিপূর্বে শিক্ষা মন্ত্রণালয়ের মাস্টার ট্রেইনার , শিক্ষা বোর্ডের প্রশ্ন প্রণেতা ও পরিশোধনকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০২১ সালের ফেব্রুয়ারিতে জহুর চান বিবি মহিলা কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে অনার্স মাস্টার্স, সিলেট ল কলেজ থেকে এলএলবি, সিলেট সীমান্তিক টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে এমএড ডিগ্রি অর্জন করেন। চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের জোয়ার লালচাঁদ গ্রামের বাসিন্দা আল মামুন গত বছরে জহুর চান বিবি মহিলা কলেজের সার্বিক উন্নয়নে অধ্যক্ষ হিসেবে ভূমিকা রেখেছেন। শিক্ষকতার পাশাপাশি আল মামুন দৈনিক প্রথম আলো, দৈনিক ইত্তেফাক, দৈনিক আজকের পত্রিকায় প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। তিনি বর্তমানে দৈনিক কালের কণ্ঠের শায়েস্তাগঞ্জ প্রতিনিধি।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন