ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার মঙ্গলবার ইরানের নেতৃত্বকে তীব্রভাবে নিন্দা জানিয়ে বলেছেন, বিক্ষোভকারীদের ওপর যা ঘটেছে তা ‘ভয়াবহ ও নৃশংস হত্যা’। পরিস্থিতির গুরুতরতা তুলে ধরতে ব্রিটেন ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে বলেও তিনি জানান।
পার্লামেন্টে বক্তব্য দিতে গিয়ে কুপার বলেন, ‘যুক্তরাজ্য সবচেয়ে কঠোর ভাষায় ইরানি বিক্ষোভকারীদের ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছে এবং আমরা ইরানি কর্তৃপক্ষের কাছে তাদের নাগরিকদের মৌলিক অধিকার ও স্বাধীনতা সম্মান করার দাবি জানাচ্ছি।’
তিনি বলেন, পরিস্থিতির ‘এই মুহূর্তের গুরুতরতা’ স্পষ্ট করতে এবং ‘আমরা যে ভয়াবহ প্রতিবেদনগুলো পাচ্ছি, তার জবাব দিতে ইরানকে আহ্বান জানাতে’ তার দপ্তর ব্রিটেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে।
অর্থনৈতিক সংকট নিয়ে টানা দুই সপ্তাহের দেশব্যাপী বিক্ষোভে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু স্বীকার করেছে ইরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র নতুন শুল্ক আরোপ ও সম্ভাব্য সামরিক পদক্ষেপ বিবেচনা করছে।
কুপার আইনপ্রণেতাদের বলেন, ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ ও আরো কঠোর নিষেধাজ্ঞা এবং খাতভিত্তিক পদক্ষেপ কার্যকর করতে ব্রিটেন আইন প্রণয়ন এগিয়ে নেবে।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন