টাওয়ার হ্যামলেটস কাউন্সিল হোয়াইটচ্যাপেল স্পোর্টস সেন্টারে নতুন সৌনা উদ্বোধন

gbn

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল হোয়াইটচ্যাপেল স্পোর্টস সেন্টারে দুটি নতুন বিশেষভাবে তৈরি অ্যাসপেন সৌনা স্থাপন করা হয়েছে। অতিরিক্ত ৮০ হাজার পাউন্ড বিনিয়োগে ‍স্থাপিত দুটি সৌনার মাধ্যমে কাউন্সিল বরো জুড়ে লেজার বা অবসর সুবিধা উন্নত করা এবং আরও স্বাস্থ্যকর কমিউনিটি গড়ে তোলার প্রতিশ্রুতি অনুযায়ি কাজ করে যাচ্ছে।

ইয়র্ক হল-এর ঐতিহাসিক স্পা পুনর্নির্মাণ ও উন্নয়নের সফলতার পর, কাউন্সিল হোয়াইটচ্যাপেল স্পোর্টস সেন্টারের পুরুষ ও নারীদের চেঞ্জিং রুমে একেবারে নতুন দুটি সাউনা স্থাপন করেছে, যা বি ওয়েল সদস্যদের জন্য স্বাস্থ্য ও সুস্থতা নিশ্চিত করতে লেজার সেন্টার অভিজ্ঞতা আরও উন্নত করবে।

লেজার ‍সার্ভিস পুনরায় কাউন্সিলের সরাসরি তত্ত্বাবধানে নেওয়ার আগে, সৌউনা সুবিধাগুলো দীর্ঘদিনের অ্যাক্সেস সমস্যা ও প্রয়োজনীয় সংস্কারের অভাবে বন্ধ ছিল। নতুন বিনিয়োগের অংশ হিসেবে, কাউন্সিল নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে নিয়ন্ত্রিত অ্যাক্সেস দরজা স্থাপন করেছে, যাতে সৌনাগুলো সম্পূর্ণ লাইসেন্সপ্রাপ্ত থাকে এবং বি ওয়েল সদস্যদের জন্য উন্মুক্ত থাকে।

এই সৌনাগুলো হলো ২০২৪ সালে স্বাস্থ্য বৈষম্য মোকাবিলা ও অবসর সুবিধা সম্প্রসারণের জন্য বরাদ্দকৃত অতিরিক্ত ১ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড তহবিলের আওতায় বাস্তবায়িত প্রথম প্রকল্প।

এটি বি ওয়েল-এর নববর্ষ উপলক্ষে দেওয়া অফারগুলোর সঙ্গে এসেছে, যা স্বাস্থ্য ও সুস্থতা সুবিধাগুলোকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে তৈরি করা হয়েছে। বর্তমান অফারগুলোর মধ্যে রয়েছে:

  • সব ধরনের সদস্যপদে চার মাসের মূল্যে পাঁচ মাস
  • এনিটাইম প্লাস স্পা সদস্যপদে বিনামূল্যের ট্রিটমেন্ট
  • জুনিয়র মেম্বারশীপের জন্য হ্রাসকৃত মূল্য, যাতে তারা সক্রিয় জীবনধারায় উৎসাহিত হয়

সাম্প্রতিক এই বিনিয়োগ ইতোমধ্যে কেন্দ্রগুলোতে ব্যয় করা ৪ দশমিক ৮ মিলিয়ন পাউন্ডেরও বেশি তহবিলের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে, যার মধ্যে রয়েছে ইয়র্ক হল স্পার পুনর্নির্মাণ, মাইল এন্ড পার্ক লেজার সেন্টারের ফুটবল পিচ উন্নয়ন এবং সব ছয়টি কেন্দ্রেই গুরুত্বপূর্ণ সিস্টেম আপগ্রেড।

২০২৬ সালের জন্য পরিকল্পিত আরও কিছু উন্নয়ন:

  • পপলার বাথস ও মাইল এন্ড-এ নতুন ও পুনর্বিন্যস্ত নারীদের জন্য বিশেষ জিম
  • হোয়াইটচ্যাপেল ও মাইল এন্ড-এ উন্নত হেলথ সুইট
  • মাইল এন্ড-এ আপগ্রেড করা চেঞ্জিং ভিলেজ
  • সুইমিং সেন্টারগুলোতে ইনফ্ল্যাটেবল কার্যক্রম

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের কালচার এন্ড রিক্রিয়েশন বিষয়ক ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর কামরুল হুসাইন ফিতা কেটে সৌনা দুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, “যখন সারা দেশের লেইজার সার্ভিসগুলি চাপের মুখে, তখন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কমিউনিটির স্বাস্থ্য ও সুস্থতার কথা বিবেচনা করে এই খাতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে।

“হোয়াইটচ্যাপেল স্পোর্টস সেন্টারে ৮০,০০০ পাউন্ড বিনিয়োগ কেবল নতুন সাউনা স্থাপন করা নয়, বরং এটি স্বাস্থ্য ও সুস্থতার পথে বাধা দূর করার এবং বাসিন্দাদের কাছে সাশ্রয়ী, আধুনিক ও মানসম্পন্ন সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি।"

তিনি আরো বলেন, “আমাদের নববর্ষের অফারগুলোর সঙ্গে এই উন্নয়নগুলো যুক্ত করে আমরা মানুষকে সেই প্রথম পদক্ষেপ নিতে উৎসাহিত ও আরও সহজ করে তুলছি — তা শারীরিক স্বাস্থ্য উন্নত করা হোক, মানসিক সুস্থতা সমর্থন করা হোক, বা শুধু নিজের জন্য একটু সময় বের করা হোক। লেইজার সার্ভিস পুনরায় কাউন্সিলের অধীনে নেওয়ার ফলে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর মনোযোগ দিতে পারছি: সুবিধায় বিনিয়োগ, বাসিন্দাদের কথা শোনা এবং এমন একটি বি ওয়েল সেবা তৈরি করা যা অন্তর্ভুক্তিমূলক, সহজলভ্য এবং আমাদের কমিউনিটির চাহিদার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।”

বি ওয়েল সদস্যপদে সাউনা ব্যবহারের সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে এবং বুকিং করা যাবে বি ওয়েল ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন