আগের ম্যাচেই সেঞ্চুরি আছে। তবে মিরপুর টেস্টে নাজমুল হোসেন শান্ত দুই অঙ্ক ছুঁতে পারলেন না এক বারও। সিলেটে সেঞ্চুরি করা শান্ত যেন ঢাকায় ফিরেই রান করতে ভুলে গেলেন একেবারে! সিলেটে সেঞ্চুরির পর ঢাকায় ১০ রানও করতে পারলেন না দুই ইনিংসে!
সাদমানের বিদায়ের পর উইকেটে এসেছিলেন শান্ত। তবে তিনি টিকতে পারলেন মোটে ৫ বল। সাদমানের বিদায়ের ৬ বলের মধ্যেই বিদায় নিলেন তিনি।
জর্ডান নেইলের অনেক বাইরের বলে ডিফেন্ড করতে গিয়েছিলেন তিনি। তবে বলটা বাড়তি বাউন্স নিয়ে উঠে এসেছিল ব্যাটে। তার ব্যাটের কানায় লেগে বলটা চলে যায় গালিতে থাকা অ্যান্ড্রু বালবার্নির হাতে।
তার একটু আগে আজ সকালে দিনের চতুর্থ ওভারে বল এসেছিল একটু নিচু হয়ে। তবে লেন্থ পড়তে ভুল করেছিলেন সাদমান, ব্যাকফুটে খেলতে গিয়ে এলবিডব্লিউর শিকার বনেন তিনি। তারপর শান্তর বিদায় বাংলাদেশকে খানিকটা অস্বস্তিতেই ফেলে দেয় বৈকি!
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন