‘পাকিস্তানি কঙ্গনা রানাওয়াত’ হয়ে গেছেন অভিনেত্রী নাজিশ জাহাঙ্গীর!

gbn

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল নাজিশ জাহাঙ্গীর অভিযোগ করেছেন, তাকে বারবার অকারণে নানা বিতর্কে জড়ানো হয়। এসব পরিস্থিতি তাকে কখন কখন মনে করিয়ে দেয় যেন তিনি ‘পাকিস্তানি কঙ্গনা রানাওয়াত’ হয়ে গেছেন। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে নাজিশ খোলামেলাভাবে বলেন, তার ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে গুজব ছড়ানোর প্রবণতা এতটাই বেড়েছে যে, তিনি যা-ই বলেন, কোনো না কোনোভাবে তা বিতর্ক তৈরি করে। অথচ এসব বিতর্ক থেকে তার কোনো লাভ হয় না বলেও জানান তিনি।

নাজিশের মতে, বহু মানুষের ধারণা—বিতর্ক শিল্পীদের ক্যারিয়ার এগিয়ে নিতে সাহায্য করে; কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। তিনি জানান, জীবনে কোনো বিতর্কই তাকে বাড়তি কাজ বা সুযোগ এনে দেয়নি।

কঙ্গনা রানাওয়াতের সঙ্গে নিজের তুলনা টেনে তিনি বলেন, যেমন করে বলিউড তারকা কঙ্গনা বিভিন্ন মন্তব্যের কারণে খবরের শিরোনাম হন, ঠিক তেমনভাবেই তাকেও নানা গুজব ঘিরে আলোচনায় থাকতে হয়।

‘বিতর্ক পছন্দ করি না—একবার শুরু হলে সামাল দেওয়া কঠিন’

অভিনেত্রী জানান, তিনি কোনোভাবেই বিতর্ক পছন্দ করেন না, কারণ একবার তা ছড়িয়ে পড়লে সামাল দেওয়া প্রায় অসম্ভব হয়ে যায়। তিনি বলেন, তিনি সবসময় সত্যটা সবাইকে বোঝাতে বা প্রতিটি ভুল ধারণার জবাব দিতে পারেন না। 

 

 

নাম প্রকাশ না করে নাজিশ আরও জানান, তার সঙ্গে যুক্ত একটি বড় ধরনের বিতর্ক নাকি শুরু হয়েছিল শুধুমাত্র তিনি একটি বিয়ের প্রস্তাবে না বলায়।

তিনি আরও বলেন, তাকে নিয়ে এমন অদ্ভুত সব গুজবও ছড়ানো হয়েছে—যেমন, তিনি নাকি গোপনে বিয়ে করে ফেলেছেন কিংবা বিনোদন জগত ছেড়ে দিয়েছেন।

নাজিশের দাবি, যখনই তিনি কিছুদিন নাটকে দেখা দেন না, তখনই এসব ধরনের গুজব ছড়াতে শুরু করে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন