মৌলভীবাজারের কুলাউড়ায় বিশ্ব শিশু দিবস ও শিশু সপ্তাহের সমাপনী

gbn

কুলাউড়া প্রতিনিধি /

মৌলভীবাজারের কুলাউড়ায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে পরিষদ হলরুমে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
 

উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবুল বাসারের সভাপতিত্বে এবং ইসরাত জাহান নওরিনের উপস্থাপনায় সমাপনীতে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।

তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনে দেশ গঠনের নেতৃত্ব দেবে। তাই তাদেরকে সুশিক্ষা ও সুনাগরিক হিসাবে গড়ে তোলা আমাদের দায়িত্ব।

বিশেষ অতিথি ছিলেন রুদ্রবীণা সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ ড. রজত কান্তি ভট্টাচার্য, প্রভাষক সুরজিৎ কুমার।

আরও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ননী গোপাল দেবনাথ, সংগীত প্রশিক্ষক সুমিত্রা ভট্টাচার্য, নৃত্য প্রশিক্ষক দেলোয়ার হোসেন দুর্জয়, প্রাক প্রাথমিক প্রশিক্ষক সেবিন আক্তার, সংগীত শিল্পী নান্টু দাস ও হোসনে আরা বেগম।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ২৬ জনকে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রায় ৩৫০ জন শিশু ও অভিভাবক অংশগ্রহণ করেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন