যশের সঙ্গে সিনেমা নিয়ে আসার ইঙ্গিত অ্যাটলির!

gbn

শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ ছবির ব্যাপক সাফল্যের পর বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া পরিচালক অ্যাটলি কুমার এখন ‘পুষ্পা’ তারকা আল্লু অর্জুনের সঙ্গে নতুন সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন। 

এর মধ্যেই ইন্ডিয়া টুডে ডিজিটালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ‘কেজিএফ’ তারকা যশের সঙ্গে সিনেমা নিয়ে আসার ইঙ্গিত দিয়েছেন অ্যাটলি কুমার।

ওয়ার্ল্ড পিকলবল লীগ আয়োজিত বেঙ্গালুরু ওপেনের প্রচারণায় বেঙ্গালুরুতে ছিলেন অ্যাটলি। লিগে বেঙ্গালুরু জওয়ানস দলের সহ-মালিকও তিনি।

এক কথোপকথনে, পিকলবল এবং তার পছন্দের তীর্থস্থান কুক্কে সুব্রামণ্য মন্দির ছাড়া বেঙ্গালুরু প্রসঙ্গে তিনি জানান, এখানে যশসহ চলচ্চিত্র জগতের অনেক বন্ধু রয়েছে তার।

 

অ্যাটলি কুমার বলেন, ‘এখানে আমার খুব ভালো বন্ধু আছে, সিনেমার বন্ধু। যশ স্যার আমার একজন ভালো বন্ধু। তার এবং তার কাজের প্রতি আমার অগাধ শ্রদ্ধা।

’ এরপর ভবিষ্যতে একসঙ্গে কাজ করার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘দেখা যাক সামনে কিছু একটা হতে পারে কি না।’

 

ইতিমধ্যেই তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এখন যশ এবং অ্যাটলিকে একসঙ্গে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা।

এর আগে ২০২৪ সালে তাদের আগের একটি সাক্ষাৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

তখন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে যশ এবং অ্যাটলিকে গভীর কথোপকথনে মগ্ন থাকতে দেখা গিয়েছিল। 

 

যশ বর্তমানে পরিচালক গীতু মোহনদাসের আসন্ন ছবি ‘টক্সিক’-এর কাজ করছেন। ছবিটি ২০২৬ সালের মার্চ মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ ছাড়া তাকে আগামী বছর রাবণের ভূমিকায় নীতেশ তিওয়ারির ‘রামায়ণ: পার্ট ১’-এও দেখা যাবে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন