বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে দলের মূল তারকা কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া খেলতে নেমে ফিনিশিংয়ে ভুগতে হলো ফ্রান্সকে। প্রথমে পিছিয়ে পড়লেও পরে দুই গোল করে এগিয়ে যায় ফরাসিরা। তবে ঘরের মাঠে দারুণ ফুটবল উপহার দিয়ে মূল্যবান পয়েন্ট আদায় করে নিয়েছে আইসল্যান্ড।
শেষ পর্যন্ত সোমবার রাতের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।
ম্যাচের ৩৯তম মিনিটে ভিক্টর পালসনের গোলের লিড নিয়ে বিরতিতে যায় আইসল্যান্ড।
এরপর দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬২তম মিনিটে সমতা ফেরান ফরাসি ফরোয়ার্ড ক্রিস্টোফার এনকুনকু।
এর চার মিনিট পর জ্যঁ-ফিলিপ মাতেতার গোলে লিডে যায় ফ্রান্স। এগিয়ে যাওয়ার পর ফরাসিদের সেই আনন্দ দুই মিনিটও স্থায়ী হয়নি।
পাল্টা আক্রমণে আবার সমতা টানেন আইসল্যান্ডের ক্রিস্টিয়ান লিনসন।
টানা তিন জয়ের পর এই প্রথম পয়েন্ট হারাল ফ্রান্স। ‘ডি’ গ্রুপে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দুইবারের বিশ্বকাপজয়ীরা।
একই সময়ে আরেক ম্যাচে আজারবাইজানকে ২-১ গোলে হারানো ইউক্রেন ৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে।
৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আইসল্যান্ড। ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে আছে আজারবাইজান।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন