মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় হট্টগোল করেছেন কয়েকজন সংসদ সদস্য। এ সময় ট্রাম্পের ভাষণ বাধাগ্রস্ত হলে তিনি কিছুক্ষণের জন্য ভাষণ থামাতে বাধ্য হন।
ট্রাম্পের ভাষণের মাঝে ইসরায়েলি এক সংসদ সদস্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে একটি কাগজ তুলে ধরেন, যেখানে লেখা ছিল, ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন।’
পরে পার্লামেন্টের স্পিকার আমির ওহানা হট্টগোল থামাতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।
এ সময় ওই সংসদ সদস্যকে পার্লামেন্ট থেকে দ্রুত বের করে দেওয়া হয়।
স্পিকার ওহানাকে বামপন্থী রাজনীতিক ওফার কাসিফের নাম উচ্চারণ করতে শোনা গেছে। তবে ঠিক কাকে বের করে দেওয়া হয়েছে তা নিশ্চিত করা যায়নি। স্থানীয় গণমাধ্যমের তথ্যমত, সম্ভবত দুজন সংসদ সদস্যকে বের করে দেওয়া হয়েছে।
এরপর পুনরায় বক্তব্য শুরুর সময় ট্রাম্প বলেন, ‘ওটা ছিল খুবই কার্যকর ব্যবস্থা।’ মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এটি নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর।’
তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী একজন অসাধারণ সাহসী মানুষ। ট্রাম্পের এমন প্রশংসার সময় অনেক সংসদ সদস্যকে নেতানিয়াহুর ডাকনাম ‘বিবি’ বলে স্লোগান দিতে শোনা যায়।
এ সময় ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরে ভূমিকা রাখায় আরব দেশগুলোকেও ধন্যবাদ জানান প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, ‘তারা একসঙ্গে কাজ করেছে। এটি এক অবিশ্বাস্য সাফল্য।’
ট্রাম্প বলেন, ‘এখন এটি হবে ইসরায়েলসহ পুরো অঞ্চলের স্বর্ণযুগ।’
ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়েও কথা বলেন ট্রাম্প।
তিনি বলেন, ‘আমরা আজ এক গভীর আনন্দ ও আকাশচুম্বী প্রত্যাশার দিনে একত্রিত হয়েছি। ২০ জন সাহসী জিম্মি দীর্ঘ দুই বছরের অন্ধকার ও বন্দিদশার পর তাদের পরিবারে ফিরে এসেছেন। অবশেষে এ পবিত্র মাটিতে চিরনিদ্রায় শায়িত হতে আরো ২৮ জন ফিরে এসেছেন।’
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন