দুর্নীতির মামলায় নেতানিয়াহুকে ক্ষমা করার আহ্বান ট্রাম্পের

gbn

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলায় তাকে ক্ষমা করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্টে সোমবার এক ভাষণে এ আহ্বান জানান তিনি।

এক ঘণ্টারও বেশি দীর্ঘ বক্তৃতায় ট্রাম্প বলেন, ‘শুনুন, আমার একটা আইডিয়া আছে। মিস্টার প্রেসিডেন্ট, কেন তাকে ক্ষমা করে দিচ্ছেন না? কিছু সিগার, কিছু শ্যাম্পেন—কে পরোয়া করে এসব ব্যাপারে?’

তিনি এই মন্তব্য করেন নেতানিয়াহুর বিরুদ্ধে থাকা প্রতারণা, ঘুষ ও বিশ্বাসভঙ্গের অভিযোগ প্রসঙ্গে, যা নেতানিয়াহু অস্বীকার করে আসছেন।

 

২০১৯ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি মামলায় অভিযোগ গঠন করা হয়। এর মধ্যে একটি মামলায় বলা হয়েছে, তিনি ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় সাত লাখ শেকেল (প্রায় দুই লাখ ১০ হাজার ডলার) মূল্যের উপহার, শ্যাম্পেন ও সিগারসহ গ্রহণ করেছিলেন।

ইসরায়েলের প্রেসিডেন্টের পদ মূলত আনুষ্ঠানিক, তবে বিশেষ পরিস্থিতিতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ক্ষমা করার সাংবিধানিক ক্ষমতা তার রয়েছে।

তবে নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান মামলায় এখনো কোনো রায় ঘোষণা করা হয়নি।

২০২০ সালে শুরু হওয়া এই বিচার যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে বারবার স্থগিত হয়েছে। নেতানিয়াহু সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটি একটি বামপন্থী ষড়যন্ত্র, যার উদ্দেশ্য তাকে ক্ষমতাচ্যুত করা।

 

এর আগে, জুন মাসে ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুর বিচার বাতিলের আহ্বান জানিয়েছিলেন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন