বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শিক্ষকরা আজ মঙ্গলবার দুপুরে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করবেন। একই সঙ্গে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।
গতকাল সোমবার থেকে দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যে কর্মবিরতির ঘোষণা হয়েছিল, তা অব্যাহত থাকবে।
গতকাল বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমপিওভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।
তিনি বলেন, ‘সোমবার রাতের মধ্যে যদি প্রজ্ঞাপন বা কোনো ঘোষণা না দেওয়া হয়, তাহলে লং মার্চ ও চলমান কর্মবিরতি চলবে।’
এর আগে শিক্ষকদের আন্দোলনে সংহতি জানাতে আসেন জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের একটি দাবি হলো বাড়িভাড়া বৃদ্ধি।
তারা এক হাজার টাকা বাড়িভাড়া পান।
এক হাজার টাকায় কোথাও বাড়িভাড়া পাওয়া যায়? এটা হাস্যকর শোনায়। শিক্ষকরা যে দাবিগুলো করেছেন সেগুলো খুবই নগণ্য। তাদের আরো বেশি দাবি করা দরকার ছিল। সামনে যারা নির্বাচিত হবেন তারা আপনাদের দাবিদাওয়ায় আরো গুরুত্ব দেবেন।
’
জানা যায়, দেশের ৩০ হাজার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় চার লাখ শিক্ষক-কর্মচারী কর্মরত। তারা সরকারি বেতন স্কেলে মূল বেতনের পাশাপাশি মাত্র এক হাজার টাকা বাড়িভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। আর উৎসব ভাতা পান মূল বেতনের অর্ধেক। শতাংশ হিসাবে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা এক হাজার ৫০০ টাকায় উন্নীত করার দাবিতে তারা দীর্ঘদিন আন্দোলন করে আসছেন। গত ৩০ সেপ্টেম্বর বাড়িভাড়া এক হাজার থেকে বাড়িয়ে এক হাজার ৫০০ টাকা করে আদেশ জারি করে অর্থ বিভাগ।
তবে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনের মাঠে রয়েছেন।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত রবিবার শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করলে পুলিশ তাদের লাঠিপেটা করে সরিয়ে দেয়। এসময় জলকামান থেকে পানি নিক্ষেপ ও সাউন্ড গ্রেনেডও মারা হয়। এর পর থেকে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নিয়েছেন।
এ ছাড়া এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের পক্ষ থেকে দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতিরও ডাক দেওয়া হয়েছে। তবে বেশির ভাগ স্কুলেই গতকাল ক্লাস হয়েছে বলে জানা গেছে। আর কিছু স্কুলের শিক্ষকরা কর্মবিরতি পালন করেছেন।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন