ইথিওপিয়ায় মানবিক সংকটে ২৩ লাখ শিশু

জিবিনিউজ 24 ডেস্ক //

ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় তাইগ্রে রাজ্যে চলমান সংঘাতের কারণে প্রায় ২৩ লাখ শিশু খাবার পাচ্ছে না বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, প্রায় দুই দশমিক তিন মিলিয়ন শিশু সেখানে নিরাপত্তাহীনতায় ভুগছে। সামান্য খাবার এবং ওষুধ পর্যন্ত তাদের কাছে পৌঁছে দেয়া যাচ্ছে না। খবর বিবিসি ও ডয়চে ভেলে।

ত্রাণসহায়তা দেওয়ার বিষয়ে ইথিওপিয়ার সরকারের সঙ্গে চুক্তি করার পরও তাইগ্রেতে তাদের ঢুকতে দেয়া হচ্ছে না বলে মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত বিভিন্ন সংস্থা জানিয়েছে।গত ৪ নভেম্বর থেকে তাইগ্রের স্থানীয় যোদ্ধাদের সঙ্গে লড়াই করছে ইথিওপিয়ার সরকারি বাহিনী।

 

সরকারের দাবি, তারা বর্তমানে এ অঞ্চলের নিয়ন্ত্রণ করছে ও লড়াই থেমে গেছে। তবে তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) বলেছে, বিভিন্ন যুদ্ধক্ষেত্রে লড়াই করছে তারা।

এই পরিস্থিতিতে তাইগ্রের প্রায় ২৩ লাখ শিশু অসহায় অবস্থায় রয়েছে বলে ইউনিসেফ জানিয়েছে। তাদের কাছে খাবার, ওষুধ কিছুই পৌঁছাচ্ছে না।

টিপিএলএফ এবং ইথিওপিয়া সরকার সেই খাবার নিয়ে যেতে দিচ্ছে না। ইউনিসেফ জানিয়েছে, আরো কিছুদিন এমন চললে শিশুদের মৃত্যুও হতে পারে।

আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর বক্তব্য, ইথিওপিয়া সরকার যুদ্ধের কোনো নিয়ম মানছে না। সাধারণ মানুষকে নিরাপত্তা দেয়ার কোনো সুযোগই দেয়া হচ্ছে না। এখনো পর্যন্ত কোনো সংস্থাকে তাইগ্রেতে ঢুকতে দেয়া হয়নি।

সাধারণ মানুষকে সাহায্য করার কোনো সুযোগই দেয়া হচ্ছে না। শুধু তাই নয়, তাইগ্রের ইন্টারনেট, ফোন লাইন কেটে দেয়া হয়েছে। ভেতরে কী ঘটছে, তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। জাতিসংঘের ধারণা, যুদ্ধে হাজারখানেক সাধারণ মানুষের মৃত্যু হয়েছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন