সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগে ৪ যুবক যুবতীকে আটক করা হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম।
তিনি জানান, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে গোপন সংসাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর দক্ষিণ সুরমার কদমতলিস্থ আবাসিক হোটেল ঢাকা প্যালেসে অভিযান চালিয়ে অনৈতিক কাজের অভিযোগে ৪ যুবক- যুবতিকে আটক করা হয়।
তারা হলেন হোটেলের স্টাফ মো. ফাহিম মিযা (১৮), মাহমুদুদুল হাসান রিফাত (২১), রিতি আক্তার (২১) ও তাসমিয়া আহমদ (১৯)।
তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার নন এফআইআর মামলা ( নং-১৭৮/১২/০৯/২০২৫) আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন