গোলাপগঞ্জে অপহরণ ও চাঁদাদাবি মামলায় ২ আসামী গ্রেপ্তার করেছে র‌্যাব

gbn

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে অপহরণ ও চাঁদাদাবি মামলায় ২জন পলাতক ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিট একশ্যান ব্যাটেলিয়ন-৯ (র‌্যাব -০৯)। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- পৌর এলাকার রণকেলী উত্তর গ্রামের তবারক আলীর ছেলে নাঈম আহমদ (২০) ও ঘোগারকুল পশ্চিমপাড়া গ্রামের আব্দুল জলিলের পুত্র ওয়াহিদ আহমদ (২২)।

 

তাদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় অপহরণ ও চাঁদাদাবি (মামলা নং- ১৯/১৪-০৮-২০২০ইংরেজি) মামলা রয়েছে। শুক্রবার র‌্যাবের পক্ষ থেকে এ তথ্যগুলো নিশ্চিত করা হয়।

 

‌‌র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিট একশ্যান ব্যাটেলিয়ন- ৯ এর স্পেশাল কোম্পানির (ইসলামপুর ক্যাম্প) কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলমের নেতৃত্বে একটি অভিযানিক দল উপজেলার হেতিমগঞ্জ বাজার থেকে ওয়ারেন্টভুক্ত আসামী নাঈম আহমদ ও ওয়াহিদ আহমদকে গ্রেপ্তার করা হয়।

সিলেট র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান, গ্রেপ্তারকৃত আসামীদের গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন