সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আ গ্নে য়া স্ত্র উদ্ধার

gbn

জিবি নিউজ প্রতিনিধি//

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোররাতে তাকে আটক করা হয়।

 

 

 

আটককৃতক ব্যক্তি  জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর গ্রামের এলাইছ মিয়ার ছেলে রাবেল মিয়া (২২)।

 

জানা যায়, বুধবার (২০ আগস্ট) ভোররাতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর গ্রামে সম্প্রতি এক রক্তক্ষয়ী সংঘর্ষের পর জগন্নাথপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথবাহিনীর অভিযান পরিচালিত হয়। এ সময় ইসহাকপুর গ্রামের এলাইছ মিয়ার বাড়ি থেকে পুরাতন কাঠের বাটযুক্ত একনলা বন্দুক, দুইটি পাইপ গান, একটি তাজা কার্তুজ, একটি চাপাতি, ছয়টি ছুরি এবং একটি লোহার তৈরি ক্লিনিং রডসহ এলাইছ মিয়ার ছেলে রাবেল মিয়াকে আটক করে যৌথবাহিনী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়। মামলা নং-০৯।

 

 

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, ‘জগন্নাথপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথবাহিনীর অভিযানে ইসহাকপুর গ্রামের এলাইছ মিয়ার বাড়ি থেকে পুরাতন কাঠের বাটযুক্ত একনলা বন্দুক, দুইটি পাইপ গান, একটি তাজা কার্তুজ, একটি চাপাতি, ছয়টি ছুরি এবং একটি লোহার তৈরি ক্লিনিং রডসহ এলাইছ মিয়ার ছেলে রাবেল মিয়াকে আটক করে যৌথবাহিনী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়। মামলা নং-০৯। আটককৃত ব্যক্তিকে আদালতে সৌপর্দ করা হয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন