সিলেটে পাথর লু*টের তদন্তে ১৩৭ জনের নাম

gbn

জিবি নিউজ প্রতিনিধি//

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে সাদা পাথর পর্যটন এলাকার পাথর লুটের ঘটনায় ঘটিত তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করেছে। গতকাল বুধবার (২০ আগস্ট) দুপুরে বিদায়ী জেলা প্রশাসকের (ডিসি) কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।

 

 

 

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ তদন্ত প্রতিবেদন দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, সাত পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে পাথরকাণ্ডে জড়িতদের নামোল্লেখসহ ১০টি সুপারিশ তুলে ধরা হয়েছে। তবে, প্রতিবেদনে কতজনের নামোল্লেখ করা হয়েছে- সে তথ্য তিনি এ প্রতিবেদকের কাছে উল্লেখ করেননি।

 

 

তিনি জানান, বিষয়টি তার এখতিয়ার বহির্ভূত। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, লুটের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সুপারিশ করা হয়েছে।

 

 

অপর একটি সূত্র জানিয়েছে, প্রতিবেদনে সংবাদমাধ্যমসহ একাধিক মাধ্যম থেকে পাওয়া বিভিন্ন ব্যক্তির নামের একটি তালিকা সংযুক্ত করা হয়েছে। তালিকায় ১৩৭ জনের নাম রয়েছে বলে ওই সূত্র জানিয়েছে। এদের অধিকাংশই রাজনৈতিক দলের নেতাকর্মী। প্রতিবেদনে কারা-কীভাবে পাথর লুট করে এবং পরিবেশ বিনষ্ট করে; সে বিষয়ে তুলে ধরা হয়েছে।

 

এদিকে, ওএসডি হওয়া জেলা প্রশাসক বুধবারই সিলেট ছেড়েছেন। নতুন জেলা প্রশাসক বৃহস্পতিবার দায়িত্ব নেবেন বলে প্রশাসনের একটি সূত্র জানিয়েছে। এরপর তদন্ত প্রতিবেদনটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হতে পারে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন