সিলেটে হোটেলে হোটেলে ডিবি পুলিশের অ ভি যা ন, ২ দিনে আ ট ক ১৯

gbn

জিবি নিউজ প্রতিনিধি//

সিলেট মহানগরীর বিভিন্ন আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। মহানগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অবস্থিত বেশ কিছু আবাসিক হোটেল ও রিসোর্টে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত চলে অসামাজিক কর্মকাণ্ড। এতে স্থানীয় বাসিন্দা ও অভিভাবক মহলে চরম উদ্বেগ দেখা দিয়েছে।


সিলেট মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) দুই দিনের রেণু অভিযান চালিয়ে মোট ১৯ জন যুবক‑যুবতীকে আটক করা হয়েছে। অভিযানটি মহানগরীর বিভিন্ন আবাসিক হোটেলে পরিচালিত হয়, যেখানে তারা অসামাজিক কার্যকলাপে জড়িত ছিল।

 

 


স্থানীয় সূত্র জানায়, হোটেল ও রিসোর্টগুলোতে কিশোর-কিশোরীদের পাশাপাশি তরুণ-তরুণীর অবাধ চলাচল রয়েছে। একাধিক সূত্র দাবি করেছে, এসব হোটেল অনৈতিক কাজের আখড়ায় পরিণত হয়েছে। প্রশাসন মাঝেমধ্যে অভিযানের নামে ‘আইওয়াশ’ করলেও কার্যত পরিস্থিতির কোনো পরিবর্তন হচ্ছে না।
 

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, নগরীর আম্বরখানা, শিবগঞ্জ, মিরাবাজার, জিন্দাবাজার, বন্দরবাজার, তালতলা, শেখঘাট, কাজলশাহ, মেডিকেল রোড, দক্ষিণ সুরমা, লাউয়াই এলাকার বেশ কয়েকটি হোটেলের বিরুদ্ধে আগে থেকেই অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। কিছু রিসোর্টে আবার ছাত্র-ছাত্রীদের আটক করে জোরপূর্বক বিয়ের ঘটনাও ঘটেছে, যা সামাজিকভাবে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে।

স্থানীয়রা সিলেটে পুলিশের অভিযানগুলোকে স্বাগত জানিয়ে বলেন, ‘হোটেলগুলোর আড়ালে যেসব অনৈতিক কর্মকাণ্ড চলে, তা সিলেটের ভাবমূর্তি নষ্ট করছে। নিয়মিত এমন অভিযান চলা উচিত।’
 

 

সিলেটের আবাসিক হোটেলগুলোতে আরও কঠোর নজরদারির মাধ্যমে এসব অনৈতিক কাজ প্রতিরোধে প্রশাসনের প্রতি জোর দাবি সচেতন নাগরিকবৃন্দের। স্থানীয়রা বলেন, হোটেলগুলোর আশপাশে সন্ধ্যার পর থেকেই অপরিচিত তরুণ-তরুণীদের আনাগোনা দেখা যায়। পুলিশ মাঝে মাঝে অভিযান পরিচালনা করে, কিন্তু দু-একদিন পর আবার সব আগের মতো হয়ে যায়।

সর্বশেষ সিলেট নগরীর মিরাবাজারের ‘গ্র্যাণ্ড মাফি’ হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২ জন পুরুষ ও ৪ জন নারীসহ মোট ৬ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


সোমবার (১১ আগস্ট) বেলা পৌনে ৪টার দিকে হোটেলের বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 


আটককৃতরা হলেন- সৈয়দ রিয়াদ আহম্মদ (২৩), হোটেল গ্র্যাণ্ড মাফির ম্যানেজার রাতুল দাস (২৪), সম্পা বেগম (২৭),  জান্নাতুল ফেরদৌসি জয়া (২৭), রারিয়া খানম (২৫), মোরছানা আক্তার (২৬)।

একই দিন সোমবার (১১ আগস্ট) বেলা ১ টার দিকে ‘গ্র্যাণ্ড মাফি’ হোটেলে আরোও একটি অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই সময় ৩ জন তরুণ ও ৩ জন তরণীসহ মোট ৬ জনকে আটক করা হয়েছে।


আটককৃতরা হলেন, চয়ন দেব (২২), ছাহির আলী সামী (২২), ইমরান খান (২৫), তৃষা ভট্টাচার্য (২০), সুমাইয়া বেগম (২০), মাহিয়া সুলতানা মেহেদী (১৮)। উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার নন এফআইআর নং-৩২১, তারিখ-১১/০৮/২০২৫ খ্রিঃ ধারা-সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ রুজু হয়। আটককৃতদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

এর আগে রবিবার (১০ আগস্ট) বেলা আড়াইটার দিকে সিলেট নগরীর দক্ষিণ সুরমার থানাধীন চাঁদনীঘাট এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের অভিযান চলাকালে হোটেল আল-তকদিরে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৫ জন পুরুষ ও ২ জন নারীসহ মোট ৭ জনকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, আব্বাস আলী (৪৮) (হোটেলের ম্যানেজার), রুমান আহমদ (২৪), কামরুল ইসলাম (২০), রাহেল আহমদ (২৪), মো. রাজিব মিয়া (১৯), হালিমা আক্তার (১৯), নাজমুন নাহার (২৬)। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

সিলেট মেট্টোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেট ভিউকে বলেন, ‘অপরাধ দমনে পুলিশ সবসময় কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে গোয়েন্দা পুলিশের অভিযানে নারী-পুরুষসহ ২৪ জনকে আটক করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরোও বলেন, শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) এর পবিত্র মাটিতে এসকল অনৈতিক কাজকর্ম রুখতে প্রশাসন সবসময় প্রস্তুত রয়েছে। সিলেটের সকল এলাকাগুলোতে থানাপুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন