জিবি নিউজ প্রতিনিধি//
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীসহ ৩ জনের প্রাণ কেড়ে নেয়া ঘাতক বাস চালককে গ্রেফতার করেছে র্যাব-৯ সদস্যরা।
গ্রেফতারকৃত জাকির আলম (৩৫) বিশ্বনাথের মাহতাবপুর গ্রামের আব্দুল আলীর ছেলে।
র্যাব জানায়, গত বুধবার (০৬ আগস্ট) দুপুরে ঢাকা টু সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাকা রাস্তার উপর সুনামগঞ্জ গামী সিএনজি অটোরিক্সা (রেজিঃ নং-থ-১১-১৪২৬) ও সিলেট গামী একটি বাস (রেজিঃ নং-সিলেট-ব-১১-০১১১) মুখোমুখী সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় সিএনজির যাত্রী সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের শিক্ষার্থী আফসানা আক্তার খুশী (১৯), সুনামগঞ্জ শহরের আলীপাড়ার বাসিন্দা শফিক মিয়া (৭৩) ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী (১৯) কে গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
দুর্ঘটনায় আহত সিএনজির চালকসহ অজ্ঞাতনামা ২ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার পর পরেই ঘাতক বাসচালক দ্রুত পালিয়ে যায়।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানী ও সিপিসি-৩, সুনামগঞ্জ কোম্পানী এর একটি যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার (০৭ আগস্ট) রাতে বিশ্বনাথ থানাধীন লামাকাজি এলাকায় অভিযান চালিয়ে বাস চালক ঘাতক বাসচালককে আটক করে।
আজ শুক্রবার (৮ আগস্ট) রাত ১২টার দিকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন