সিলেটে আরও একজনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) নতুন ভ্যারিয়েন্টের সন্ধ্যান মিলেছে।
এ নিয়ে সিলেটে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে তিনে। করোনায় আক্রান্ত নতুন রোগী সিলেটের বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার বিকালে সিলেট বিভাগের স্বাস্থ্য বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক তথ্যে বিষয়টি নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজে নতুন করে একজন পুরুষ করোনায় শনাক্ত কয়েছেন। এখন পর্যন্ত সিলেটে ৩৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে ৩ জনের শরীরে করোনা ভাইরাসের সন্ধ্যান মিলেছে। সিলেটে শনাক্তের হার ৮.১১%।
এর আগে গতকাল পর্যন্ত সিলেটে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ছিলে দুইজন। বর্তমানে তারা সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক, যাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। আক্রান্তদের একজন নারী ও একজন পুরুষ। পুরুষটির বয়স ৮০ বছর এবং তার অবস্থাই সবচেয়ে গুরুতর। জানা গেছে, একজন শুক্রবার এবং অন্যজন আজ হাসপাতালে ভর্তি হন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন