কপিল শর্মাকে জঙ্গি সংগঠনের হত্যার হুমকি

gbn

ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা ও টেলিভিশন ব্যক্তিত্ব কপিল শর্মা ফের চরমপন্থিদের দ্বারা হত্যার হুমকি পেয়েছেন। সম্প্রতি কানাডায় তার চালু করা ক্যাফে ‘ক্যাপস ক্যাফে’-তে বন্দুকধারীদের সশস্ত্র হামলার রেশ কাটতে না কাটতেই আবারও হুমকি পেলেন তিনি। এবার সরাসরি হত্যার হুমকি এল খালিস্তানি জঙ্গি সংগঠন ‘শিখস ফর জাস্টিস’র পক্ষ থেকে।

এই সংগঠনের কুখ্যাত সদস্য গুরপতবন্ত সিং পান্নুন একটি ভিডিও বার্তা প্রকাশ করে কপিল শর্মাকে আক্রমণ করে বলেন, ‘কানাডায় ব্যবসার নামে মোদীর হিন্দুত্ববাদী আদর্শ ছড়িয়ে দিচ্ছেন কপিল শর্মা। আমরা তা হতে দেব না। কানাডা তোমার ব্যবসার জায়গা নয়! তোমার রক্তমাখা টাকা নিয়ে ফিরে যাও হিন্দুস্তানে।’

 

ভিডিওতে পান্নুন অভিযোগ করেন, কপিল শর্মা ‘মেরা ভারত মহান’ স্লোগান দিচ্ছেন। প্রকাশ্যে হিন্দুত্ববাদের পক্ষে কথা বলছেন এবং তার মাধ্যমে কানাডার মাটিতে সেই মতাদর্শ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ব্যবসার আড়ালে সহিংস হিন্দুত্ববাদী মতাদর্শকে এই দেশে ঢুকতে দেওয়া হবে না।’

গত ৯ জুলাই কপিল শর্মার ক্যাফে ‘ক্যাপস ক্যাফে’তে সশস্ত্র হামলা চালায় একদল অজ্ঞাত বন্দুকধারী। পরে সেই ঘটনার দায় স্বীকার করে নেয় খালিস্তানি জঙ্গি সংগঠন শিখস ফর জাস্টিস। সেই ঘটনার রেশ না কাটতেই এবার সরাসরি হত্যার হুমকিতে নতুন করে আতঙ্ক ছড়াল।

 

 

 

হুমকি এবং হামলা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি কপিল শর্মা বা তার পরিবার। তবে ‘ক্যাপস ক্যাফে’র অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, ‘আমরা বন্ধুত্ব, ভালোবাসা ও আনন্দ ছড়িয়ে দেওয়ার স্বপ্ন নিয়ে এই ক্যাফে চালু করেছি। কিন্তু সাম্প্রতিক ঘটনা আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। আমরা হতাশ নই, আবারও ঘুরে দাঁড়াব। ভালোবাসার শক্তিই আমাদের প্রেরণা।’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন