মৌলভীবাজারের কুলাউড়ায় দু র্যো গ কবলিতদের পাশে জেলা প্রশাসক

gbn

কুলাউড়া প্রতিনিধি //

মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।


বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ২ বান করে এ সহায়তা বিতরণ করা হয়।
 

 

 

বিতরণকালে জেলা প্রশাসক বলেন, প্রাকৃতিক দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানো সরকারের একটি অঙ্গীকার। সঠিক তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদান করা হচ্ছে।
 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহ জহুরুল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার প্রমুখ।
 

এ ছাড়া জেলা প্রশাসক উপজেলা পরিষদসহ বিভিন্ন সরকারি দপ্তর ও চলমান উন্নয়ন প্রকল্পসমূহ পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন