জিবি নিউজ প্রতিনিধি//
আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও দলটিকে নিষিদ্ধের দাবিতে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
শুক্রবার বিকেল তিনটায় এ কর্মসূচি শুরু হয়। এসময় তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলে নানা স্লোগান দিতে থাকেন।
অবস্থানরত নেতাকর্মীরা জানিয়েছেন, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্র-জনতা। সেই কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে তারা সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন।
ঢাকার কর্মসূচির সাথে সমন্বয় করে এ কর্মসূচিও চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন