এ সময়ের মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যা। নিয়মিত শোবিজ অঙ্গনে কাজ করে যাচ্ছে। সম্প্রতি তার অভিনীত
‘তুমি জ্বলিয়া জ্বলিয়া মরবা’ শিরোনামে মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে। মুন্না খানের কথায় সুর ও সংগীত আয়োজন করেছেন রোহান রাজ। কণ্ঠ দিয়েছেন ‘কালা চাঁন’ খ্যাত গায়িকা তসিবা ও মীর রিজান। মিউজিক ভিডিওতে প্রিয়া অনন্যার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক মুন্না খান। গানটিতে কোরিওগ্রাফি করেছেন আসিফ ও ইমরান। ভিডিও পরিচালনা করেছেন জুয়েল রানা।
মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যা বলেন, মুন্না খানের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার ‘মংলু মদ’ আইটেম গানের পর আবার এক সঙ্গে কাজ করলাম তসিবার গাওয়া গান ‘তুমি জ্বলিয়া জ্বলিয়া মরবা’। অসাধারণ একটি নাচের গান সবার ভালো লাগবে। ‘তুমি জ্বলিয়া জ্বলিয়া মরবা’ মিউজিক ভিডিওটি মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।
এ প্রসঙ্গে চিত্রনায়ক মুন্না খান বলেন, আমার লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন এ সময়ের আলোচিত কণ্ঠশিল্পী তসিবা। তার গায়কী দারুণ হয়েছে। আমার বিপরীতে মডেল হিসেবে কাজ করছেন এ সময়ে ব্যস্ততম মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যা। মিউজিক ভিডিওতে আমাদের দুজনের রসায়নটা দারুণ ছিলো। বর্তমান সময়ের দর্শকদের কথা মাথায় রেখে এর দৃশ্যধারণ হয়েছে। আশা রাখছি, সবার গান-ভিডিও ভালো লাগবে।
নির্মাতা জুয়েল রানা বলেন, ‘এ সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই গানটি নির্মাণ কাজ করেছি। আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে’।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন