সম্প্রতি সীমান্তে বাংলাদেশী হতাহত,নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়া নিয়ে আলোচনা চাঁপাইনবাবগঞ্জে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: বিজিবি-বিএসএফ ব্যাটলিয়ন কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশী হতাহত,নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়া নিয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার(২০’নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৩ ঘন্টাব্যাপী বৈঠকে বিজিবিকে না জানিয়ে বাংলাদেশী নাগরিকদের ভারতীয় পুলিশে হস্তান্তর, অবৈধভাবে ভারতীয় রাখাল,নাগরিকদের বাংলাদেশে প্রবেশ,বাংলাদেশী নাগরিকরা ভুলবশতঃ শুন্য লাইনে জমায়েত হলে বিজিবিকে না জানিয়ে তাদের উপর অতর্কিত হামলা,গ্রেফতার ইত্যাদি বিষয় নিয়েও আলোচনা হয়। শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে অনুষ্ঠিত বৈঠকে ১৮ সদস্যের বাংলাদেশ পক্ষের নেতৃত্ত দেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩’বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল সাজাদ সরোয়ার। ১৮ সদস্যের ভারতীয় পক্ষের নেতৃত্ব দেন ১৮০’বিএসফ ব্যাটলিয়ন কমান্ড্যান্ট কিষান শিং রানা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে সীমান্তের দ্বিপাক্ষিক নিয়মিত বিষয়সমুহ ছাড়াও অবৈধভাবে গবাদিপশুর প্রবেশ রোধ ও বাংলাদেশের আসন্ন সংসদ নির্বচনকালীন সময়ে সীমান্ত স্বাভাবিক থাকার বিষয়ও উঠে আসে। বৈঠকের বিজিবি উথথাপিত বিষয়গুলির ব্যাপারে বিএসএফ বিজিবিকে আশস্ত করে বলে জানান ৫৩’বিজিবি অধিনায়ক লে.কর্ণেল সাজ্জাদ। বৈঠকে সীমান্ত ছুক্তি ও দ্রæত যোগাযোগের মাধ্যমে উদ্ভুত সমস্যা সমাধানের ব্যাপারে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে। ##