ব্রেক্সিট ইস্যু : ব্রিটিশ মন্ত্রী জো জনসনের পদত্যাগ

জিবি নিউজ 24 ডেস্ক//
ব্রেক্সিট ইস্যুতে ব্রিটিশ মন্ত্রী জো জনসন পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী থেরেসা মে’র ব্রেক্সিট পরিকল্পনায় মতবিরোধের জেরে স্থানীয় সময় শুক্রবার তিনি পদত্যাগ করেন।
থেরেসা মে সরকারের পরিবহনমন্ত্রী ছিলেন জো জনসন। থেরেসা মে’র ব্রেক্সিট সিদ্ধান্তকে ভয়াবহ ভুল বল অবহিত করেন তিনি।
এক টুইট বার্তায় জো জনসন বলেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমি সরকার থেকে পদত্যাগ করছি।