গৃহবধু তামান্না হত্যার প্রতিবাদে গোলাপগঞ্জে মানববন্ধন

gbn

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট নগরীর উত্তর কাজীটুলার এলাকায় স্বামীর হাতে নিহত গৃহবধূ তামান্না হত্যার প্রতিবাদে গোলাপগঞ্জে শিক্ষার্থীদের উদ্যোগে তামান্নার প্রতিষ্ঠান রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় তামান্নার নিজ শিক্ষাপ্রতিষ্ঠান রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে পরবর্তী প্রতিবাদ সভায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহিউদ্দিন জাকারিয়া চৌধুরীর সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী কাসেম সামীর পরিচালনায় বক্তব্য রাখেন- প্রভাষক জাকির হোসাইন, সহকারী শিক্ষক মুরশিদ হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা আব্দুল হক, সমাজসেবী মুন্না চৌধুরী, প্রাক্তন শিক্ষার্থী স্বপন, মাহমুদুল হাসান প্রমুখ।

এসময় পরিবারে পক্ষে উপস্থিত ছিলেন নিহতের মা হাফিজুন চৌধুরী, বড় বোন সৈয়দা পান্না বেগম, বোন সৈয়দা ঝরনা বেগম। এছাড়াও মানববন্ধনে শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন