লুটন, ইউকে – ১২ মার্চ ২০২৫
মৌলভীবাজার ডিস্ট্রিক্ট কাউন্সিল-ইউকে (MDC) সফলভাবে বহুধর্মীয় ইফতার আয়োজন করেছে মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, যেখানে ২০০+ অতিথি একসঙ্গে ইফতার করেন সন্ধ্যা ৬:০২ মিনিটে। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল সম্প্রীতি, মানবতা ও দানশীলতার বার্তা ছড়িয়ে দেওয়া।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে, যা করেন সৈয়দ রুয়াজ আহমেদ এবং মাওলানা জালালাবাদ মসজিদ।
MDC সভাপতি ওলি খান এমবিই এর শুভেচ্ছা বক্তব্য বলেন
মৌলভীবাজার ডিস্ট্রিক্ট কাউন্সিল-ইউকে এর ১৯ বছরের সেবামূলক কার্যক্রম তুলে ধরেন। ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে MDC প্রায় ১,০০,০০০ মানুষের জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করেছে।
তিনি উল্লেখ করেন, যুক্তরাজ্যে প্রায় ২,৫০,০০০ মৌলভীবাজারি মানুষ বসবাস করেন, এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
“আমাদের মূলমন্ত্র হলো— ‘রমজানে কেউ অভুক্ত থাকবে না।’ দানশীলতা ও সহানুভূতির মাধ্যমে আমরা একে অপরের পাশে দাঁড়াতে চাই,” তিনি বলেন।
সম্মানিত অতিথিরা
অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, তাদের মধ্যে ছিলেন:
• কাউন্সিলর জিম ব্রাউন, মেয়র, স্টিভেনেজ
• কাউন্সিলর মাইলা আর্সেনো, স্টিভেনেজের প্রাক্তন মেয়র
• কাউন্সিলর আজিজুল আম্বিয়া, লুটন বরো কাউন্সিল
• টিপু রহমান, প্রধান কোষাধ্যক্ষ, BCA
• ফয়জুল হক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, BCA
• সরুক মিয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট BCA
• মালিক উদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট BCA
• আলী আকলাক, BCA কমিউনিটি অ্যাক্টিভিস্ট
• শোয়াইদুল ইসলাম চৌধুরী, প্রশিক্ষণ সচিব, BCA
• জামজাম রশিদ, BCA NEC
• সাহেদ উদ্দিন, সিইও, PayTap
• সাবাহ বশির, এমডি, PayTap
• রুবায়াত জাহান, বিশিষ্ট কণ্ঠশিল্পী
• কাউন্সিলর তাহির খান, প্রাক্তন মেয়র, লুটন
• প্রাক্তন কাউন্সিলর ইরাক চৌধুরী
• মি. ক্লেটন ব্রাইস
• মোহাম্মদ আলী, অ্যাকাউন্টেন্ট
• আতিকুল হক, সলিসিটর,
যুক্তরাজ্যের পরিচিত মুখ কবি কাজল রশিদ ও ব্যবসায়ী শাহিন আহমদ( রুপসী সাড়ী),
লুটন কমিনিটির লিডার বাবুল আহমদ, আজিজ আহমদ, প্রবেসার আনোয়ার হুসেন, আনিছ আহমদ, সিপন আহমদ, আক্তার আলী, বাছিদ আহমদ, পাপ্পু চৌধুরী, আহাদ গাজী, জুবায়ের আহমদ, জাকারিয়া আহমদ এবং আরও অনেক
MDC-এর বিগত ১৯ বছরের সেবামূলক কার্যক্রম
২০০৬ সালে লুটনে MDC প্রতিষ্ঠিত হয়, যা বর্তমানে একটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে পরিচিত। MDC-এর উল্লেখযোগ্য কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে:
✅ দরিদ্র পরিবারকে রিকশা প্রদান
✅ অসচ্ছল স্কুলগুলোর জন্য শিক্ষা সহায়তা
✅ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ঘর নির্মাণ
✅ কনকনে শীতের মৌসুমে হাজার হাজার কম্বল বিতরণ
✅ জরুরি চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান
✅ যুক্তরাজ্যে NHS স্টাফ, কেয়ার হোম কর্মী এবং গৃহহীনদের সহায়তা কোভিড-১৯ চলাকালীন সময়
✅ বাংলাদেশে বিভিন্ন দাতব্য উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান
বিশেষভাবে, রমজান খাদ্য বিতরণ কর্মসূচি MDC-এর অন্যতম বড় উদ্যোগ। মৌলভীবাজারের ৭টি থানায় হাজারো পরিবারের মাঝে শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়, যা এখন পর্যন্ত ১,০০,০০০+ মানুষকে সহায়তা করেছে।
এই বছরও MDC দুস্থ ও অভাবী পরিবারগুলোর জন্য হাজারো খাদ্য প্যাকেট বিতরণের অঙ্গীকার করেছে।
স্টিভেনেজের মেয়র কাউন্সিলর জিম ব্রাউন বলেন, “রমজানের এই পবিত্র সময়ে MDC যেভাবে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।”
সংগঠক ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা
অনুষ্ঠান আয়োজনে যাঁরা নিরলস পরিশ্রম করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন:
• এস. আর. চৌধুরী লকনু, মহাসচিব,
• কমরুজ্জামান খান, যুগ্ম সম্পাদক
• সৈয়দ শামীম ইসলাম, কোষাধ্যক্ষ
• সৈয়দ রুয়াজ আহমেদ
• সাহেদ কোরেশি
• মোহাম্মদ আলী
• জুবের আহমেদ
• লুৎফুর রহমান
• লিমন মাহবুব
• সৈয়দ আবুল হোসেন
• সাদ উদ্দিন সিদ্দিকী
• সেলিম খান
• সৈয়দ ফুল মিয়া
• রুকন আহমেদ
• আব্দুর রহিম
. সেলিম আহমদ
. সৈয়দ সামাদ আলী
. ফজলুর রহমান, আলী আসরাফ, লিটন আহমদ, ইকবাল আহমদ, আব্দুল আলীম, রুকন আহমদ, আপেল আহমদ, সাংবাদিক আজিজুল আম্ভিয়া, জাহাঙ্গীর আহমদ, কবি কাজল রশিদ, মুমিন চৌধুরী, দেওয়ান মনজুর আহমদ সহ আরও অনেক।
সহায়তা করার আহ্বান
MDC সব দাতাগণ এবং স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে।
“এই মহৎ উদ্যোগগুলো আপনাদের সহযোগিতা ও উদারতার মাধ্যমেই সম্ভব হয়েছে,” বলেন ওলি খান এমবিই।
রমজানে MDC প্রতিজ্ঞাবদ্ধ যাতে কোনো অসহায় মানুষ অভুক্ত না থাকে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন