কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে ১০ হাজার শলাকা মন্ড নামীয় নিষিদ্ধ বিদেশী সিগারেট ও একটি মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত ৬ মার্চ দিবাগত রাত সোয়া ১১টায় শমশেরনগর বাজারের কুলাউড়া সড়ক থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কমলগঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযানে শমশেরনগর কুলাউড়া সড়কে ১০ হাজার শলাকা মন্ড নামীয় নিষিদ্ধ বিদেশী সিগারেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করে। এসময়ে জুবায়ের আহমদ টিটু, (২৮), শংকর দেব (২২) নামের দুই জনকে আটক করে। আটক জুবায়ের এর বাড়ি মৌলভীবাজার কদমহাটা, হাসানপুরের গিয়াস উদ্দীনের ছেলে এবং শংকর আধপাশা, আমতৈল গ্রামের সীতেশ দেব এর ছেলে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন