সাউথাম্পটন আওয়ামীলীগ ও আওয়ামী যুবলীগ অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। সাউথাম্পটন যুবলীগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনার শুরুতে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সাউদাম্পটন আওয়ামী যুবলীগের সভাপতি জাহিদ ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ দিলুয়ার হোসেন সুমন এর সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় আকর্ষিক ভার্চুয়ালি যুক্ত হয়ে আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দেশনামূলক বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, প্রধান অতিথি সাউদাম্পটন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোসাব্বির । প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন-সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদ, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ দুই লক্ষ সম্ভ্রম হারা মা বোন, দেশ-জাতি-ভাষার জন্য জানা-অজানা যারা
আত্মত্যাগ করেছেন ও শহীদ হয়েছেন তাদের সবার আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং আওয়ামী লীগ এর সকল পর্যায়ের নেতৃবৃন্দকে বলেন, ধৈর্য ধরে আমাদের নেত্রীর আদেশ নির্দেশ অনুসরণ করে, আমাদেরকে এগিয়ে যেতে হবে lপ্রধান বক্তা সাউদাম্পটন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জগলুল করিম কোরেশী ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে দিবসটির তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়াসহ অনেক সামাজিক রাজনৈতিক ঘটনা ও অর্জনের ভিত্তি ছিল ভাষা আন্দোলন।বিশেষ অতিথি সাউদাম্পটন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তরফদার ভাষা শহিদ ও জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ভাষার জন্য বাঙ্গালীদের আত্মত্যাগ আজ বিশ্ববাসীর কাছে স্বীকৃত ও সম্মানিত। আরো বক্তব্য রাখেন সাউদাম্পটন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুকিত আহমেদ শওকত, সাউদাম্পটন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল জালাল, সাউদাম্পটন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহরিয়ার চৌধুরী, সাউদাম্পটন আওয়ামী যুবলীগের সহ সাংগঠনিক সম্পাদক মো: হাসান আহমদ, দোয়া এবং মিলাদ পাঠ করেন সাউদাম্পটন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল জালাল,সভায় উপস্থিত ছিলেন দুলন চৌধুরী, তাহিরুল ইসলাম, কাজী সজিব, জয়, সজিব, সোমেলুর রহমান সোমেল, মোহাম্মদ আমিনুল ইসলাম, সাদমান আহমেদ প্রমুখ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন