রূপা হকের পদত্যাগের দাবীতে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ

gbn

জামাল আহমদ খান ||

বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন মানবাধিকার লংঘন নিয়ে অল পার্টি পার্লামেন্টের  প্রতিবেদন বাতিলে ব্রিটিশ পার্লামেন্টে দেয়া এম পি রূপা হকের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ  সমাবেশ।

এলিনং একটনের  নির্বাচিত বাংলাদেশী বংশোদ্ভুত এম পি মিস রূপা হক গত ১৬ জানুয়ারী  পার্লামেন্ট  পয়েন্ট অব অর্ডারে  বাংলাদেশ সম্পর্কিত এপিপিজি'র প্রতিবেদনটির তীব্রসমালোচনা করেন। তিনি বলেন, এটি বাংলাদেশের অন্তর্বর্তীসরকারের বিরুদ্ধে একটি কুচক্রী পরিকল্পনার অংশ। 

রূপা হ‌কের পদত‌্যাগ দাবির কর্মসূচির আ‌য়োজক‌দের পাঠা‌নো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইলিং ও একটনের নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রূপা হক গত ১৬ জানুয়ারি পার্লামেন্ট পয়েন্ট অব অর্ডারে বাংলাদেশ সম্পর্কিত এপিপিজির প্রতিবেদনটির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, এটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। রূপা হক পার্লামেন্টে প্রতিবেদনটির তথ্য সঠিক নয় বলে অভিযোগ তোলার পর সেটি পর্যালোচনার জন্য স্থগিত করা হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে এপিপিজির প্রতিবেদনে প্রকাশিত তথ্যের অধিক সংখ্যক মানুষ আক্রমণের শিকার হয়েছেন।

এতে আরও বলা হয়, আমরা দীর্ঘদিন ধরে গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি রূপা হক বাংলাদেশের মুক্তিযুদ্ধবিরোধী ইসলামি শিবিরের সঙ্গে তার সুসম্পর্ক বজায় রাখছেন এবং বিভিন্ন ইস্যুতে তিনি আওয়ামী লীগের বিরোধী শক্তিকে নানাভাবে সহায়তা করে আসছেন। যার সর্বশেষ উদাহরণ বাংলাদেশের মুক্তিযুদ্ধবিরোধী যুদ্ধাপরাধী দলের নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টে একটি সভায় মিলিত হওয়া।


বহু সংস্কৃতি ও গণতন্ত্রের তীর্থস্থান মহান ব্রিটেনের একজন সংসদ সদস্য বাংলাদেশের ভুক্তভোগী নির্যাতিত সংখ্যালঘুদের পাশে যাননি উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনও ধরণের তথ্য-উপাত্ত ছাড়া শুধু ক্ষমতাসীন সরকারের বিভিন্ন প্রতিনিধির দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে পুরো প্রতিবেদনটি স্থগিত করার জন্য বক্তব্য রাখেন তিনি।

বাংলাদেশে নির্যাতিত-নিপীড়িত সংখ্যালঘু সম্প্রদায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সুবিচারের আশা করেছিল। যুক্তরাজ্য সব সময় মানবতার পক্ষে, নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়ায়। কিন্তু এপিপিজির প্রতিবেদন স্থগিত হওয়ার কারণে সেই সম্ভাবনার পথ রুদ্ধ করে দেওয়া হয়েছে।

রূপা হক বরং মানবতাবিরোধী ইসলামি সন্ত্রাসী গোষ্ঠীর প্রতি পক্ষপাতমূলক অবস্থান নিয়ে বাংলাদেশে নির্যাতিত সংখ্যালঘুদের প্রতি অমানবিক আচরণ করেছেন বলে অভিযোগ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, রূপা হকের এই পক্ষপাতমূলক বক্তব্য প্রত্যাহার ও তার পদত্যাগ দাবি করছি।

সভায় আয়োজক কমিটির পক্ষে বক্তব্য রাখেন— অমৃত দাশ, অভিষেক শেখর জিকু, রবিন দাশ, অসীমা দে, সুজয় স্বরূপ শ্যাম সুজিত দাশ, নজরুল ইসলাম নিশিত, নীলকান্ত।

এ ব‌্যাপা‌রে বক্তব্য জান‌তে এ প্রতিবেদক ই-মেইল পাঠি‌য়ে রূপা হ‌কের সঙ্গে যোগা‌যোগ কর‌লেও তি‌নি এ প্রতি‌বেদন লেখা পর্যন্ত তার জবাব দেন‌নি।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন