অভিষেক নয়, ঐশ্বরিয়ার পক্ষে অমিতাভ

gbn

বলিউড শাহেন শাহর পুত্র অভিষেক বচ্চন বিভিন্ন সমালোচনা ও কটাক্ষের শিকার হচ্ছেন। তবে এসব অবলীলায় সহ্য করেন বাবা। কিন্তু পুত্রবধূকে নিয়ে খারাপ কোনো মন্তব্য সহ্য করবেন না তিনি। এক সময় এ ব্যাপারটি স্পষ্ট করে দিয়েছিলেন অমিতাভ বচ্চন। ২০১০ সালে ঐশ্বরিয়া রাইকে নিয়ে এক সংবাদমাধ্যমের প্রতিবেদন পড়ে ভীষণ ক্ষেপেছিলেন। অতীতের সেই ঘটনা নিয়ে আবারও আলোচনায় শুরু হয়েছে।

ঐশ্বরিয়াকে নিয়ে প্রকাশিত সেই প্রতিবেদনে বলা হয়েছিল, ‘স্টমাক টিউবারকুলোসিস’-এ আক্রান্ত ঐশ্বরিয়া। এ কারণেই তিনি মা হতে পারছেন না। এ প্রতিবেদনের বিরুদ্ধে নিজের ব্লগে সরব হয়েছিলেন অমিতাভ। কীভাবে বচ্চন পরিবারের ব্যক্তিগত বিষয় নিয়ে লেখালেখি হতে পারে, তা নিয়ে প্রশ্নও তুলেছিলেন বলিউড শাহেন শাহ।

 

ক্ষোভ উগরে দিয়ে অমিতাভ লিখেছিলেন, ‘খুব বিরক্তি, রাগ ও যন্ত্রণা নিয়ে আজ লিখছি। এই প্রতিবেদন সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও অসংবেদনশীল’। তিনি আরও জানিয়েছিলেন, ঐশ্বরিয়া সম্পর্কে তার পুত্রবধূ ঠিকই, কিন্তু নিজের কন্যার মতোই তিনি তাকে স্নেহ করেন। তাই ঐশ্বরিয়ার ব্যাপারে খারাপ কিছু বললে তিনি ছেড়ে কথা বলবেন না।

বলিউড শাহেন শাহ আরও লিখেছিলেন, ‘এই পরিবারের প্রধান আমি। ঐশ্বরিয়া আমার পুত্রবধূ নয়। ও আমার কন্যা। সবচেয়ে বড় কথা, ও আমার পরিবারের একজন নারী। তাই ওর সম্পর্কে খারাপ মন্তব্য করলে, আমি আমার শেষ নিশ্বাস পর্যন্ত লড়াই করব। পরিবারের পুরুষ, যেমন আমার বা অভিষেকের বিষয়ে কিছু বললে আমি সহ্য করে নিতে পারি। কিন্তু আমার বাড়ির নারীদের দিকে আঙুল তুললে আমি সহ্য করব না’।

 

কয়েক মাস ধরে অভিষেক ও ঐশ্বরিয়ার বিচ্ছেদ নিয়ে বিভিন্ন আলোচনা-সমালোচনা হয়েছে। তবে এ জল্পনায় জল ঢেলেছেন বচ্চন দম্পতি। সম্প্রতি আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে পাশাপাশি বসেছিলেন ঐশ্বরিয়া-অভিষেক। একই গাড়িতে তাদের ফিরতেও দেখা গেছে। এ দৃশ্য অনুরাগীরা নিশ্চিত হয়েছেন অভিষেক ঐশ্বরিয়া এখনো।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন