আরিয়ান খানের জীবনের প্রথম অভিনয় নিয়ে অনুরাগীদের মাঝে ব্যাপক কৌতূহল অনেক দিন ধরেই। এবার প্রকাশ্যে এসেছে বলিউড বাদশা শাহরুখপুত্রের প্রথম ওয়েব সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’ র ফার্স্ট লুক এবং এটির টিজার।
আরিয়ানের অভিষেক হয়েছে ওয়েব সিরিজের মাধ্যমে। এটির শুরু থেকে শেষ পর্যন্ত বাবা শাহরুখ খানের সহজাত রূপ ফুটে উঠেছে আরিয়ানের মাঝে। আরিয়ানকে দেখে ‘ছোটে বাদশা’ বললেও বাড়িয়ে হবে না। শুধু অভিনয়ই নয় এ সিরিজের চিত্রনাট্য ও পরিচালনাও আরিয়ান নিজেই করেছেন।
বিজ্ঞাপন
আরিয়ানের অভিষেক ওয়েব সিরিজের টিজারের শুরুতেই বাজতে দেখা যাচ্ছে ‘মহব্বতে’ সিনেমার সেই সিগনেচার ভায়োলিনের সঙ্গে সেই সংলাপ ‘এক লড়কি থি দিওয়ানি সি’। যা মনে করিয়ে দেবে অনেক বছর আগের সেই সিনেমার কথা। টিজারের শুরুতেই প্রথমে রোমান্টিক দৃশ্য দেখালেও আরিয়ান এন্ট্রি নেওয়ার পরই ছবিটা বেশ অন্যরকম হয়ে যায়। কিছুটা রোম্যান্স আর কিছুটা অ্যাকশন।
এখানেই শেষ নয় আরিয়ানকে বলতে শোনা যায় ‘বলিউড জিসসে আপনে সালো সে প্যায়ার ভি কিয়া অউর ওয়ার ভি কিয়া, ম্যায় ভি ওহি করুঙ্গা।’ তার মুখে এই সংলাপ শুনে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যে, আরিয়ান তার প্রথম সিরিজ তার বাবা বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানকে উৎসর্গ করছেন।
টিজার দেখার সঙ্গে সঙ্গে দর্শকমনে এক অন্য উন্মাদনা শুরু হয়েছে আরিয়ানের নতুন কাজ ঘিরে। গৌরী খান প্রযোজিত আরিয়ান পরিচালিত ও অভিনীত এই সিরিজটির নেটফ্লিক্সে চলতি বছরের শেষে স্ট্রিমিং শুরু হবে। যদিও তার দিনক্ষণ এখনো জানানো হয়নি।
এ সিরিজে আরিয়ান খান ছাড়াও অভিনয় করছেন ববি দেওল, সাহের সাম্বা, লক্ষ্য, মণীশ চৌধুরী, গৌতমী কাপুর প্রমুখ। এটি দেখার জন্য সবাই মুখিয়ে রয়েছেন।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন