শনিবার রাতেই বার্নলের বিপক্ষে নিজেদের মাঠে খেলতে নেমেছিল টটেনহ্যাম হটস্পার। অ্যাঙ্গে পোস্তেকগলুর অধীনে উয়েফা কনফারেন্স লিগ জয়ের পরও বিদায় নিয়েছে এই কোচ। মৌসুম শুরুর আগ মুহূর্তে ক্লাব ছেড়ে যান দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং মিন।
নতুন কোচ থমাস ফ্রাঙ্কের অধীনে টটেনহ্যাম কতদূর এগুতে পারবে, এটাই ছিল বড় প্রশ্ন। সে লক্ষ্যে মৌসুমের শুরুর ম্যাচটার দিকে তাকিয়ে ছিল সবাই। বার্নলের বিপক্ষে প্রত্যাশা মতোই শুরু করতে পেরেছে টটেনহ্যাম। ৩-০ গোলে জয় পেয়েছে লন্ডনের ক্লাবটি। যেখানে দুটি গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা রিচার্লিসন।
টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে ওই ম্যাচটি দেখেছেন ৬১ হাজার ৭৭ জন। ম্যাচটি গ্যালারিতে বসে যারা দেখেছেন, জয় নিয়ে ফিরতে পেরে তাদের সন্তুষ্টি থাকারই কথা। কিন্তু এই ম্যাচ থেকে অতিরিক্ত এক ভালোলাগা নিয়ে বাড়ি ফিরেছেন ভক্ত-সমর্থকরা।
কারণ, এই ম্যাচেই অসাধারণ এক গোল করেছেন টটেনহ্যামের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন। যেটাকে বলা হচ্ছে, মৌসুমের সেরা গোল হিসেবে।
মৌসুমটা মাত্রই শুরু হলো। মাত্রই প্রথম ম্যাচ খেলা হয়েছে। তাহলে কিভাবে মৌসুমের সেরা গোলের স্বীকৃতি দেয়া হচ্ছে রিচার্লিসনকে? মূলতঃ তিনি যে গোলটি করেছেন বার্নলের বিপক্ষে, সেটি ছিল সত্যিই অসাধারণ।
২০২২ বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে ঠিক একই রকম একটি গোল করেছিলেন রিচার্লিসন। ম্যাচের ১০ম মিনিটে প্রথম গোলটি করেছিলেন রিচার্লিসন। এরপর ৬০তম মিনিটে তিনি করেন সেই অসাধারণ গোলটি। বক্সের ডান পাশ থেকে মোহাম্মদ কুদুস অসাধারণ একটি ক্রস করেন। ছোট বক্সের বাম পাশে দাঁড়ানো রিচার্লিসন বলটিকে চলে যেতে দিলেন না। অ্যাক্রোবেটিক স্টাইলে মাথার ওপর দিযে বাইসাইকেল কিক নেন তিনি। যেটি চোখের পলকে গিয়ে জড়িয়ে যায় বার্নলের জালে।
এই গোলটিকেই মনে করা হচ্ছে, এই মৌসুমেরই সম্ভবত সেরা গোলটি করে ফেলেছেন রিচার্লিসন।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন