গ্রেপ্তার প্রসঙ্গে আল্লুকে নির্দোষ মানতে নারাজ কঙ্গনা!

gbn

পুষ্পা ২: দ্য রুল’-এর প্রিমিয়ারে এক ভক্তের মৃত্যুর ঘটনায় শুক্রবার গ্রেপ্তার করা হয় ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনকে। এরপর প্রথমে ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হয় তাকে। যদিও পরে সন্ধার দিকে জামিন পান তিনি। কিন্তু ততক্ষণে আল্লু চঞ্চলগুড়া জেলে।

রাতটা সেখানেই কাটাতে হয় অভিনেতাকে। শুক্রবার রাত জেলে কাটিয়ে শনিবার (১৪ ডিসেম্বর) ছাড়া পান আল্লু অর্জুন।

 

এদিকে আল্লু অর্জুনের গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়েছে ভারতের একাধিক তারকা। এমন ঘটনার দায় কোনোভাবেই অভিনেতার ঘাড়ে দেয়া উচিত না, এমনটাই মনে করছেন আল্লু অর্জুনের সহ-অভিনেত্রী রাশ্মিকা মান্দানা।

তবে কঙ্গনা রানাওয়াত জানালেন ভিন্ন কথা। তার মতে, হাই প্রোফাইলে হলেও সবাই আইনের আওতায় থাকবে।

 


 

ভারতীয় এক সংবাদমাধ্যমকে কঙ্গনা বলেছেন, ‘আল্লু অর্জুনের গ্রেপ্তারের ঘটনা সত্যিই খুব হতাশাজনক। আল্লুর খুব বড় ভক্ত আমি।

তবুও বলতে চাই, মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা নয়। প্রতিটি জীবন মুল্যবান। শুধুমাত্র আমরা হাই-প্রোফাইল মানুষ বলে এই নয় যে আমাদের উপরে কোনও প্রভাব পড়বে না।’

 

তবে এ ঘটনায় আল্লুর একার দোষ নেই উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘এই ঘটনার সঙ্গে জড়িত সবাই দোষী। যারা সেদিন থিয়েটারে উপস্থিত ছিলেন সবাই।

শুধু আল্লু অর্জুন একা নয়।’

 

এদিকে আল্লুর বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন নিহত সেই ভক্তের স্বামী ভাস্কর। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘মামলা তুলে নিতে আমি প্রস্তুত।  আমি আল্লু অর্জুনের গ্রেপ্তার হওয়ার খবর জানতাম না। আর সেদিন পদপিষ্ট হয়ে আমার স্ত্রীর মৃত্যুর নেপথ্যে ওর তো কোনও হাত নেই।’

গত ৫ ডিসেম্বর আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২ দ্য রুল’ মুক্তি পেয়েছে। ৪ ডিসেম্বর রাতে হায়দরাবাদে ওই সিনেমার প্রিমিয়ার শো ছিল সন্ধ্যা থিয়েটারে। সেই উপলক্ষে উপস্থিত হয়েছিলেন ছবির নাম ভূমিকায় অভিনয় করা দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। তাকে দেখতে তার অসংখ্য অনুরাগী সেখানে জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো কালঘাম ছুটে যায় হায়দরাবাদ পুলিশের। ভিড়ের চাপে পদপিষ্ট পরিস্থিতি তৈরি হয় সন্ধ্যা থিয়েটারে। দমবন্ধ হয়ে ৩৯ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। গুরুতর জখম হন সেই নারীর আট বছরের ছেলে। এই ঘটনায় আল্লুর বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন