বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা করেছেন তুরস্ক ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হ্যাকান ফিদান বলেছেন, তার দেশের অগ্রাধিকার হলো সিরিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করা ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর আধিপত্য বিস্তার বন্ধ করা।
আঙ্কারায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকের পর ফিদান বলেন, আসাদের পতনের পর নিষিদ্ধ সংগঠন পিকেকে ও আইএসআইএলের অগ্রগতি কাম্য নয়।
ব্লিঙ্কেন বলেন, সিরিয়ায় আইএসআইএসকে প্রতিরোধের গুরুত্বের বিষয়ে আলোচনা হয়েছে।
সিরিয়ায় দীর্ঘ স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর মধ্যপ্রাচ্যে সফর শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এর অংশ হিসেবেই তিনি তুরস্ক সফর করলেন।
এর আগে জর্ডানে সফর করছেন অ্যান্টনি ব্লিঙ্কেন। সেখানে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
এদিকে বাশার আল-আসাদের পতনের পর সিরিয়াজুড়ে হামলা চালাচ্ছে ইসরায়েল। সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। তবে ইসরায়েলের এমন হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, সিরিয়ায় দ্রুত স্থিতিশীলতা দেখতে চায় রাশিয়া।
জিবি নিউজ24ডেস্ক//
 
                            
                             
                                                                                                
 
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                    
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন