পশ্চিম বিশ্বনাথ গ্রাম উন্নয়ন পরিষদ ইউকে গঠিত

gbn

বিশ্বনাথ উপজেলার পশ্চিম এলাকার বিশেষ করে দৌলতপুর ও দশঘর ইউনিয়নের রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়ন কাজের সহযোগিতার লক্ষ্যে গঠিত হয়েছে পশ্চিম বিশ্বনাথ গ্রাম উন্নয়ন পরিষদ ইউকে। এ উপলক্ষে গত ২৬ নভেম্বর ইস্ট লন্ডনের প্রিন্সলেট স্ট্রিটের দর্পণ মিডিয়া সেন্টারে এক সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট কমিউনিটি নেতা মনির খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ও কদর উদ্দিনের পরিচালনায় উক্ত সভায় সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং এর নামকরণ চূড়ান্ত করা হয়। সাথে সাথে সাথে এ ব্যাপারে বিভিন্ন কর্ম পন্থা নির্ধারণ করা হয়। তবে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা ক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠন প্রভৃতি কার্যক্রম গ্রহণের জন্য আগামী তিন ডিসেম্বর মঙ্গলবার সাতটার সময় একই স্থানে পরবর্তী সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় সংশ্লিষ্ট এলাকার প্রবাসীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক রহমত আলী, আজম আলী, আজিমুদ্দিন আজির, ছোরাব আলি, জিয়াউল হক জিয়া, আমির উদ্দিন, গোলাপ মিয়া চৌধুরী প্রমুখ।

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন