চ্যাম্পিয়নস লিগ, রিয়ালকে হারিয়ে শীর্ষস্থান সমুন্নত করল লিভারপুল

gbn

চ্যাম্পিয়নস লিগে বল পজিশন ও একের পর এক আক্রমণে রিয়ালের বিপক্ষে অ্যানফিল্ডে আধিপত্য দেখাল লিভারপুল। প্রথমার্ধে অলরেডদের আটকে রাখলেও দ্বিতীয়ার্ধে ঠিকই গোল হজম করতে হয় লস ব্লাঙ্কোসদের। এ জয়ে শীর্ষস্থান আরো সমুন্নত হলো আর্নে স্লটের দলের।

লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে বিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের বুধবার রাতের ম্যাচটি ২-০ গোলে জিতেছে লিভারপুল।

এ জয়ে চ্যাম্পিয়ন্স লিগে শতভাগ জয়ের ধারা ধরে রাখল ইংলিশ ক্লাবটি।

 

আলেক্সিস ম্যাক আলিস্টারের গোলে লিভারপুল এগিয়ে যাওয়ার পর রিয়ালের হয়ে পেনাল্টি মিস করেন কিলিয়ান এমবাপে। পেনাল্টি মিস করেন সালাহও।লিভারপুলের দ্বিতীয় গোল করেন কোডি গ্যাকপো।

 

চোটের কারণে ভিনিসিয়ুস জুনিয়রকে ছাড়া খেলতে নেমে সুবিধা করতে পারেনি রিয়াল মাদ্রিদ। ম্যাচের চতুর্থ মিনিটে এগিয়ে যেতে পারত লিভারপুল। ডান দিক দিয়ে বক্সে ঢুকে ডারউইন নুনেজের নেওয়া শট থিবো কোর্তোয়া ঠেকিয়ে দিলেও, রাউল আসেন্সিওর পায়ে লেগে বল জালে জড়াতে যাচ্ছিল, স্প্যানিশ এই ডিফেন্ডার নিজেই ক্লিয়ার করেন গোললাইন থেকে। ২৩তম মিনিটে কোর্তোয়ার দৃঢ়তায় ফের বেঁচে যায় রিয়াল।

নুনেজের প্রচেষ্টা এগিয়ে এসে রুখে দেন বেলজিয়ান গোলরক্ষক। ৩৩তম মিনিটে ম্যাক অ্যালিস্টারের ক্রসে উরুগুয়ের এই স্ট্রাইকারের হেড পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

 

প্রথমার্ধে অবশ্য রিয়ালও ৫টি শট নিয়েছিল কিন্তু একটিও লক্ষ্যে রাখতে পারেনি। 

প্রথমার্ধে গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধে ঠিকই জালের দেখা পায় লিভারপুল। ৫২ মিনিটে অ্যানফিল্ডকে উল্লাসে ভাসান ম্যাক আলিস্টার।

ব্র্যাডলিকে বক্সের বাইরে পাস দিয়ে ভেতরে ঢুকে পড়েন তিনি। ফিরতি পাস পেয়ে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে নিচু শটে ঠিকানা খুঁজে নেন আর্জেন্টাইন মিডফিল্ডার।

 

৭ মিনিট পর সমতায় ফেরার সুযোগ পেয়েছিল রিয়াল। ৫৯তম মিনিটে লুকাস ভাসকেসকে লিভারপুলের অ্যান্ডি রবার্টসন বক্সে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এমবাপ্পের দুর্বল স্পট-কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন আইরিশ গোলরক্ষক কেলেহার। ৬৯ মিনিটে সালাহকে রিয়ালের ডিফেন্ডার ফেরল্যান্ড মেন্দি বক্সে ফেলে দিলে পেনাল্টি পায় লিভারপুলও। কিন্তু বাইরে মেরে ব্যবধান বাড়ানোর সুযোগ হারান মিশরীয় ফরোয়ার্ড। 

৭৬তম মিনিটে ব্যবধান বাড়িয়ে রিয়ালের ঘুরে দাঁড়ানোর পথ আরও কঠিন করে তোলেন বদলি নামা গ্যাকপো। রবার্টসনের ক্রসে বক্সে লাফিয়ে হেডে লক্ষ্যভেদ করেন ডাচ ফরোয়ার্ড। ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে অলরেডরা। 

চলতি আসরে পাঁচ ম্যাচের সবগুলিই জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল লিভারপুল। অন্যদিকে, শিরোপা ধরে রাখার অভিযানে নেমে পাঁচ ম্যাচের তিনটিতেই হারল রিয়াল। ৬ পয়েন্ট নিয়ে ২৪ নম্বরে নেমে গেল কার্লো আনচেলত্তির দল।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন