সেঞ্চুরিতেই নয়, শচীনকে ক্যাচের কীর্তিতেও পেছনে ফেললেন কোহলি

gbn

পয়া মাঠ বলে কথা! অবশ্য শুধু পার্থ নয়, অস্ট্রেলিয়ার মাঠ মানেই বিরাট কোহলির জন্য রানের ফোয়ারা ফোটানোর ক্ষেত্র। এবারও যেন তা ব্যতিক্রম হচ্ছে না। সিরিজের শুরুতে সেই আভাসই দিয়ে রাখল ভারতীয় ব্যাটারের ব্যাট।

পার্থে প্রথম ইনিংসে ৫ রানে আউট হলে যারা সাম্প্রতিক সময়ের বাজে ছন্দের কোহলির ক্যারিয়ার শেষ বলে ভাবছিলেন, তাদেরকে দ্বিতীয় ইনিংসে মুদ্রার উল্টো পিঠটাও দেখিয়েছেন কোহলি।

দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে। পার্থে দুই টেস্ট খেলে দুইটিতে সেঞ্চুরি করেছেন ভারতের সাবেক অধিনায়ক। ২০১৮ সালের টেস্টের প্রথম ইনিংসের করা ১২৩ রানের বিপরীতে এবার অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেছেন তিনি। ইনিংসটি সাজিয়েছেন ৮ চার ও ২ ছক্কায়।

 

দীর্ঘ ১৬ মাস পর পাওয়া টেস্টের সেঞ্চুরিতে বেশ কিছু রেকর্ডও গড়েছেন কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতে এখন ভারতের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক তিনি। ৭ সেঞ্চুরি হাঁকিয়ে পেছনে ফেলেছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে (৬)। দুই দলের হিসেবে অবশ্য সমান সংখ্যক সেঞ্চুরি আছে রিকিং পন্টিংয়েরও (৭)।

সাবেক সতীর্থকে যেমন পেছনে ফেলেছেন তেমনি আরেক জায়গা সর্বকালের অন্যতম সেরা ব্যাটার স্যার ডন ব্র্যাডম্যানকেও পেছনে ফেলেছেন কোহলি।

 

আর সেটা হচ্ছে টেস্ট সেঞ্চুরির কীর্তিতে। ২৯ সেঞ্চুরি নিয়ে এতদিন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ব্র্যাডম্যানের পাশে ছিলেন কোহলি। এবার ৩০ সেঞ্চুরিতে তাকে পেছনে ফেলে ম্যাথু হেইডেন ও শিবনারায়ণ চন্দরপলের পাশে বসেছেন তিনি।

শচীনকে শুধু সেঞ্চুরিতে নয়, ফিল্ডিংয়েও পেছনে ফেলেছেন কোহলি।

ভারতের হয়ে টেস্টে সর্বোচ্চ ক্যাচের তালিকায়। ১১৬ ক্যাচ নিয়ে এখন তৃতীয় সর্বোচ্চ ক্যাচার ৩৬ বছর বয়সী ব্যাটার। এতদিন ১১৫ ক্যাচ নিয়ে যৌথভাবে শচীনের সঙ্গে তৃতীয় ছিলেন। এবার ‘লিটল মাস্টারকে’ পেছনে ফেলে ঘরের মালিক একাই হয়েছেন তিনি। চূড়াটা অবশ্য অনেক দূরের পথ কোহলির জন্য। ২১০ ক্যাচ নিয়ে শীর্ষে আছেন আরেক ব্যাটিং কিংবদন্তি রাহুল দ্রাবিড়। ভারতের সাবেক অধিনায়কের পরেই আছেন ১৩৫ ক্যাচ নেওয়া ভিভিএস লক্ষ্ণণ। 

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন