সাবেক স্বামীর জন্মদিনে পরীমনি জানালেন নতুন প্রেমের খবর

gbn

আজ চলচ্চিত্র তারকা শরীফুল রাজের জন্মদিন। বেশ কয়েকটি সিনেমা দিয়ে এসেছেন আলোচনায়। তারচেয়েও বেশি আলোচনা হয়েছে আরেক চলচ্চিত্র তারকা পরীমনি ‘স্বামী’ হিসেবে। যদিও বছর দুয়েক চলা সেই দাম্পত্য সম্পর্কে নেই আর তিনি।

বছর খানেক আগেই সেই সম্পর্কের ইতি টেনেছেন দুজন। তবে তাদের সর্ম্পকের সুঁতো হিসেবে রয়ে গেছে সন্তান পূন্য। সেই সন্তানকে নিয়েই পরীমনির দিন কাটে। তাকে ঘিরেই যত পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে।

 

তবে আজ সোমবার (১৮ নভেম্বর) ভোর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছোট্ট একটি ভিডিও শেয়ার করেছেন পরীমণি। ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি।’ সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ও বাটারফ্লাই ইমোজি। ওই ভিডিওতে দেখা যায়, চলন্ত গাড়িতে কারও হাতের ওপর হাত রেখেছেন পরীমণি।

যদিও নায়িকার পাশে থাকা পুরুষটির চেহারা প্রকাশ করেননি তিনি। সাবেক স্বামীর জন্মদিনে নিজের প্রেমের ঘটনা প্রকাশ্যে এনেছেন এই নায়িকা। তবে নতুন করে কার প্রেমে পড়েছেন তা জানা যায়নি। 

 

ভিডিওটি দেখার পর থেকেই ভীষণ উচ্ছ্বসিত পরীমণির ভক্ত-অনুরাগীরা। প্রিয় নায়িকার জীবনে নতুন কারও আবির্ভাব যেন খুব স্বাভাবিকভাবেই নিয়েছেন তারা।

 

1

শরীফুল রাজ ও পরীমনি। ছবি: সংগৃহীত

নেতিবাচক মন্তব্যও ভিড় করেছে পরীমণির কমন্টেসবক্সে। কারণ, বছরজুড়েই নানান সাক্ষাৎকারে নায়িকার মুখে শোনা যায় নতুন কারও সঙ্গে সম্পর্কে জড়ানো তার পক্ষে সম্ভব না। দাম্পত্য জীবনে যে কষ্ট সহ্য করেছেন, যে খারাপ সময় পেরিয়ে এসেছেন সেই কাঁটা রাস্তায় আর পা ফেলবেন না তিনি। আর কোনো সম্পর্কের মায়ায় নিজেকে জড়াতে চান না পরীমণি।

তবে নিজের বলা কথায় রাখতে পারলেন না। নতুন সম্পর্কের বিষয়টি সামনে আনলেন। তবে শেষতক কতদিন টেকে সেই সম্পর্ক সেটা নিয়েই চিন্তিত্ব নেটিজেনরা।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন