মহাত্মা গান্ধীকে নিয়ে মন্তব্য করে আইনি বিপাকে কঙ্গনা

gbn

বলিউডের ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে পরিচিত কঙ্গনা রানাওয়াত। প্রায় সব বিষয়েই কথা বলতে দেখা যায় তাকে। এ জন্য বছরজুড়েই আলোচনা-সমালোচনায় ঘেরা থাকেন এই অভিনেত্রী। এ জন্য বেশ দুর্ভোগ পোহাতে হয় তাকে।

এবার মহাত্মা গান্ধীকে নিয়ে মন্তব্য করে বিপাকে পড়লেন অভিনেত্রী তথা সংসদ সদস্য কঙ্গনা।

 

সম্প্রতি কৃষক আন্দোলন ও মহাত্মা গান্ধীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে উত্তর প্রদেশের আগরার এমপি-এমএলএ আদালতের নোটিশ পেলেন কঙ্গনা। আইনজীবী রমাশঙ্কর শর্মার অভিযোগ অনুযায়ী, কৃষক আন্দোলন ও মহাত্মা গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন কঙ্গনা। আর সেই কারণেই কঙ্গনাকে আদালতের নোটিশ পাঠানো হয়েছে।

জানা গেছে, আগামী ২৮ নভেম্বরের মধ্যে অভিযোগ সম্পর্কে কঙ্গনার জবাব চাওয়া হয়েছে।

 

এর আগে আগস্ট মাসে কঙ্গনা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট করেন। যেখানে তিনি লেখেন, ‘ভারতে কৃষক আন্দোলন বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করতে পারত। কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিচক্ষণ সিদ্ধান্তের জন্যই তা হতে পারেনি।

’ তিনি এই পোস্টে আরো লেখেন, ‘কৃষক আন্দোলন চলাকালীন ঝুলন্ত অবস্থায় বহু দেহ পাওয়া গিয়েছে। সেই সময় প্রচুর ধর্ষণের ঘটনাও ঘটেছে।’

 

গত ২ অক্টোবর, গান্ধীজয়ন্তীর দিন কঙ্গনা ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছিলেন। যেখানে তিনি লেখেন, ‘দেশের কোনো পিতা হয় না, লাল (সন্তান) হয়, ধন্য এই ভারতমাতার সন্তানরা।’ এই পোস্টে কঙ্গনা লাল বাহাদুর শাস্ত্রীর ১২০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাও নিবেদন করেছেন।

 

তবে এখানেই শেষ নয়, কঙ্গনা আরো একটি ইনস্টাগ্রাম পোস্টে দেশে গান্ধীর স্বচ্ছতার উত্তরাধিকার বহন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কৃতিত্ব দিয়েছেন। এর ফলে কংগ্রেস পার্টির পক্ষ থেকে একাধিক আক্রমণাত্মক পোস্ট এসেছে কঙ্গনার বিরুদ্ধে। এমনকি কঙ্গনার এই পোস্ট দেখে রাজনৈতিক মহলেই উত্তেজনা শুরু হয়েছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন