ফেসবুকে ফিরলেন সাদিয়া, দায় চাপালেন চ্যানেলের কাঁধে

gbn

প্রচারণামূলক লাইভ কাণ্ডে সমালোচনার শিকার হয়ে ফেসবুক ছেড়েছিলেন সাদিয়া আয়মান। বেশ কদিন ডিয়্যাকটিভ থাকার পর আবারও ফেসবুকে ফিরেছেন তিনি, দিয়েছেন ঘটনার ব্যাখ্যা। ঘটনার দায় তিনি চাপিয়েছেন চ্যানেলের কাঁধে। যদিও শিল্পী হিসেবে সে দায় কিছুটা নিজের কাঁধেও নিয়েছেন। একপ্রকার দুঃখ প্রকাশ করে এ ধরনের প্রচারণায় আরও সতর্ক থাকার আশ্বাস দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

গতকাল (২৫ অক্টোবর) শুক্রবার ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। শিগগিরই তার একটি ওয়েব ফিল্ম অবমুক্ত হতে যাচ্ছে। ভিন্ন কায়দায় সেটির প্রচারণা চালাতে গিয়ে নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। ওই ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘লাইভ শেষ হওয়ার পর আমার নিজেরও মনে হয়েছে, আরেকটু সতর্ক হয়ে এবং ভিন্নভাবে প্রমোশনটি করা যেত।’

 

দর্শক-অনুরাগীদের অকুণ্ঠ সমর্থনে কৃতজ্ঞ সাদিয়া লিখেছেন, ‘আপনারাই আমার ভালোবাসার জায়গা। তাই মনে হলো, কিছু আলোচনা বা আমার অনুভূতি আপনাদের সাথেই শেয়ার করি। একটি প্রোডাকশন যখন তৈরি হয়, আপনাদের জন্য আমরা মনপ্রান দিয়ে পারফর্ম করি। তবে কী অভিনয় করবো, কী ডায়লগ হবে তা চূড়ান্ত করেন পরিচালক, প্রযোজক বা নির্মাণ সংশ্লিষ্ট সকলে। এটা শিল্পীদের মনগড়া হওয়ার সুযোগ থাকে না। আবার রিলিজের সময়ও চ্যানেল, ওটিটি প্ল্যাটফর্ম প্রমোশন ডিজাইন করে দর্শককে জানানোর জন্য। আমরা শিল্পীরা মন খুলে প্রমোশনে অংশ নিই, যেমন অনেক কষ্ট করে শুটিং শেষ করি। শুটিং থেকে শুরু করে রিলিজের আগপর্যন্ত টিমকে কো-অপারেট করা একজন শিল্পীর দায়িত্ব।’

ফেসবুকে ফিরলেন সাদিয়া, দায় চাপালেন চ্যানেলে কাঁধে

 

যে লাইভের জন্য সমালোচনা, কটাক্ষের শিকার হওয়া, সেটির দায় চ্যানেল কর্তৃপক্ষের কাঁধে চাপিয়েছেন সাদিয়া আয়মান। তিনি জানান, শুরুতে প্রচারণার এই পদ্ধতিতে তিনি রাজি হননি। চ্যানেল কর্তৃপক্ষ তাকে জানায়, এ ধরনের প্রচারণা তারা আগেও চালিয়েছে। সে প্রসঙ্গে ওই পোস্টে সাদিয়া লিখেছেন, ‘এই হরর জনরার কনটেন্ট প্রোমোট করার জন্য লাইভে আসার আইডিয়াটা শোনার পর প্রথমে চ্যানেল কর্তৃপক্ষকে আমি শুরুতে “না” করি। পরে জানতে পারি এই চ্যানেল একই ধরনের প্রমোশন এর আগেও করেছে এবং অনেক স্ট্র্যাটেজিক প্ল্যানিং করে এই ক্যাম্পেইন ডিজাইন করা হয়েছে। তারপর আমি লাইভে এসে পারফর্ম করি। তবে ১০ মিনিটের এই লাইভ শেষ হতে না হতেই বুঝতে পারি, আমার পরিবার, কাছের মানুষেরা আর আমার প্রিয় দর্শকদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছি। লাইভ শেষ হওয়ার ২০ মিনিটের মধ্যে পোস্টারও দিয়ে দেওয়া হয়, যাতে আপনারা বুঝতে পারেন যে, এটা একটি ফিল্মের প্রমোশন।’

ঘটনার দায় কাঁধে নিয়ে দুঃখ প্রকাশ করেছে ওই ওয়েব ফিল্মের প্রযোজনা প্রতিষ্ঠান দীপ্ত প্লে। ভেরিফায়েড ফেসবুক পেজে তারা লিখেছেন, ‘সম্প্রতি দীপ্ত অরিজিনাল ফিল্ম “বিভাবরী”র প্রমোশনালে অংশ নিতে অভিনয়শিল্পী সাদিয়া আয়মান একটি লাইভে অংশ নেন। প্রমোশনটি অসম্পূর্ণ থাকায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং পুরো বিষয়টি অনেকেই নেতিবাচকভাবে গ্রহণ করেছেন। অনভিপ্রেত এই ভুল বোঝাবুঝির জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’

গত ২১ অক্টোবর দিবাগত মধ্যরাতে ফেসবুক লাইভে আসেন সাদিয়া আয়মান। সেখানে তিনি দাবি করেন, তারও কিছুদিন আগে শুটিং শেষ করে বাসায় ফেরার পথে মানুষের আকৃতির আপাদমস্তক কালো কিছু একটি তার গাড়ির সামনে চলে আসে। গাড়ি থামিয়ে নেমে তিনি দেখেন কেউ নেই। সেদিন লাইভে বাড়ির বেলকনি থেকেও তিনি সেটিকে আবারও দেখতে পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। তার জন্য সেদিন উদ্বেগ প্রকাশ করায় গতকাল ফেসবুক পোস্টে কৃতজ্ঞতা প্রকাশ করে সাদিয়া লিখেছেন, ‘কমেন্ট আর শেয়ারে আমার প্রতি আপনাদের দুশ্চিন্তা এবং ভালোবাসার এই প্রকাশ আমাকে ভাবিয়েছে। ভবিষ্যতে এ রকম স্পর্শকাতর বিষয়ে আরো দায়িত্বশীল থাকবো। পুরো বিষয়টি নিয়ে আমার দর্শকরা আমার প্রতি যে সহানুভূতি ও ভালোবাসার বহিঃপ্রকাশ দেখিয়েছেন, তাতে সত্যিই আমি কৃতজ্ঞ।’

 

ফেসবুকে ফিরলেন সাদিয়া, দায় চাপালেন চ্যানেলে কাঁধে

 

জানা গেছে, দীপ্ত টেলিভিশনের ওটিটি প্লাটফর্ম দীপ্ত প্লেতে আসছে নতুন ওয়েব ফিল্ম ‘বিভাবরী’। ভৌতিক কাহিনির এ ফিল্মে সাদিয়া ছাড়াও অভিনয় করেছেন ইরেশ যাকের, ফারিহা শামস সেউতি, রোজী সিদ্দিকী, রিফাহ নাজিবা প্রমুখ। এটি পরিচালনা করেছেন টিটো রহমান। ওটিটি কর্তৃপক্ষ জানিয়েছেন ‘বিভাবরী’ অবমুক্ত হবে হ্যালোইনের রাতে, অর্থাৎ ৩১ অক্টোবর।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন