Bangla Newspaper

মেডিকেল কলেজের দাবিতে মৌলভীবাজারে গণস্বাক্ষর।

সৈয়দ সুয়েব আলী (সুমন), মৌলভীবাজর ।। মৌলভীবাজার জেলায় মেডিকেল কলেজ স্থাপন এর দাবিতে দ্বিতীয় দিনের মত গণস্বাক্ষর কর্মসূচি পালিত হচ্ছে। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে সকাল ১১ টায় শুরু হয় গণস্বাক্ষর দুপুর ১২ টায় উপজেলা মিলনায়তনে শিক্ষক দের স্বাক্ষর গ্রহণ হয়। মৌলভীবাজার মেডিকেল কলেজ চাই ওয়ার্ল্ড ওয়াইড ওয়াটস আপ ক্যাম্পেইন গ্রুপ ও সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে ও সামাজিক সংগঠন স্পন্দন মৌলভীবাজার এর সহযোগিতায় বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থীরা ও বিএনসিসি ও স্কাউট সদস্য গণস্বাক্ষর কর্মসূচি তে অংশগ্রহণ করে। গণস্বাক্ষর কর্মসূচিতে নেতৃত্ব দেন বিশিষ্ট নাট্যকার ও সংগঠক জনাব খালেদ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সদস্য সচিব এম মুহিবুর রহমান , সেলিনা আলা , ফাতেমা জহুরা , নিখিল তালুকদার ,ইহাম মোজাহিদ , তাজুত চৌধুরী , কে এম আকলু , মামুন আহমদ , রুমেল তালুকদার , বশির আহমদ , শাহেদ আহমদ , কামরুজ্জামান , জুবেল আহমদ , শিমুল তালুকদার , নাইমা আক্তার প্রমুখ। দ্রুত মৌলভীবাজার মেডিকেল কলেজ বাস্তবায়ন হউক এটাই সকলের প্রত্যাশা।

84
Comments
Loading...