নতুন লুকে চমকে দিলেন অপু বিশ্বাস

gbn

নতুন রূপে হাজির হয়ে বেশ চমকে দিলেন গ্ল্যামার কুইন অপু বিশ্বাস। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন গ্রুপে ও পেজে ঘুরে বেড়াচ্ছে অপু বিশ্বাসের বেশ কয়েকটি ছবি। যা বেশ সাড়া ফেলেছে। সেই ছবিতে নতুন রূপে দেখা যাচ্ছে ঢাকাই সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রীকে।

নিজেকে ঢেলে নতুন করেই যেন সাজিয়েছেন অপু!

 

সম্প্রতি শরীরের মেদ ঝেড়ে নিজেকে আকর্ষণীয় রূপে মেলে ধরেছেন অপু। নিজের চুল ও চেহারায় ব্যাপক পরিবর্তন এনেছেন। গত ২৩ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুকে নিজের কয়েকটি ছবি শেয়ার করেছেন অপু। ওই ছবিগুলোতে দেখা যায়, চিত্রনায়িকার পরনে রয়েছে ক্রিম রঙের একটি কো-অর্ড সেট।

মেকআপ ছাড়া খোলা চুলে বেশ লাস্যময়ী লাগছে অপুকে। ছবিগুলো দেখে বোঝাই যাচ্ছে নতুন হেয়ার স্টাইল করেছেন তিনি।

 

ছবিগুলো পোস্ট করা মাত্রই ভক্ত অনুরাগীদের মন্তব্যের ঝড় উঠেছে অপুর কমেন্টস বক্সে। ছবিতে ৭১ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে ভক্তদের।

একজন লিখেছেন, ‘অপূর্ব সুন্দর লাগছে দিদি।’ আরেকজন লেখেন, ‘মাশাআল্লাহ এখন ভালো লাগছে দেখতে।’ কেউ লিখেছেন, ‘এই লুকটা মানিয়েছে।’ অনেকেই নতুন লুকের প্রশংসাংয় পঞ্চমুখ।

 

অপু বিশ্বাস ২০০৬ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আসেন।

তিনি ২০০৬ সালে এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রে প্রধান নায়িকা হিসেবে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। অপু বিশ্বাস ৭২টিরও অধিক চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। ব্যক্তিজীবনে শাকিব খানকে বিয়ে করেন। তবে তাদের বিচ্ছেদও হয়ে যায়। সন্তানকে নিয়ে বর্তমানে একাই আছেন অপু বিশ্বাস।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন