অভিযোগ অস্বীকার করলেন তৃপ্তি দিমরি

gbn

এই মুহূর্তে সাফল্যের জোয়ারে ভাসছেন তৃপ্তি দিমরি। ‘অ্যানিমেল’-এ রণবীর কাপুরের সঙ্গে অভিনয় করে ক্যারিয়ারে সাফল্যের শীর্ষে পৌঁছে যান অভিনেত্রী। একের পর এক বিগ বাজেটের সিনেমার প্রস্তাব এখন তার হাতে। তবে এরই মধ্যে পেশাদারি নিয়ে প্রশ্ন উঠল অভিনেত্রীর।

অভিযোগ উঠেছে, জয়পুরের একটি ইভেন্টে টাকা নিয়েও যাননি তৃপ্তি। তাতেই ক্ষিপ্ত ইভেন্টের আয়োজন করা নারী উদ্যোক্তারা। তৃপ্তির পোস্টারে দেওয়া হয়েছে কালি। এমনই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

এবার সেই বিতর্কে মুখ খুললেন তৃপ্তি দিমরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তৃপ্তির পক্ষ থেকে জানানো হয়, “এই মুহূর্তে ‘ভিকি বিদ্যা কা বো ওয়ালা ভিডিও’ সিনেমার প্রচারে ব্যস্ত রয়েছেন তৃপ্তি। তৃপ্তি মূলত যে অনুষ্ঠানে যাচ্ছেন, তা জড়িত এই সিনেমার প্রচারের জন্যই। এ ছাড়া তৃপ্তি অন্য কোনো অনুষ্ঠানে হাজির থাকার জন্য কথা দেননি বা কোনো অর্থ নেননি।

যা রটেছে তা একেবারেই মিথ্যা।”

 

 

শোনা গেছে, ‘নারী শক্তি’র জন্য জয়পুরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যা হওয়ার কথা ছিল জেএলএন মার্গে। নারী উদ্যোক্তাদের একজনের দাবি, অনুষ্ঠানে যাওয়ার জন্য তৃপ্তি দিমরিকে সাড়ে পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছিল। এমনকি, অভিনেত্রী নাকি ইভেন্টে তাড়াতাড়ি পৌঁছানোর আশ্বাসও দিয়েছিলেন।

পাঁচ মিনিটে পৌঁছে যাবেন বলেও ইভেন্টের আগে জানিয়েছিলেন। কিন্তু তৃপ্তির দেখা মেলেনি। এতেই উদ্যোক্তারা প্রবল ক্ষিপ্ত। তবে এই ধরনের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃপ্তি নিজেই।

 

ক্যারিয়ারের শুরুতেই ইমতিয়াজ আলির ‘লায়লা মজনু’ সিনেমায় নজর কেড়েছিলেন তৃপ্তি। তারপর আসে ওয়েব ফিল্ম ‘বুলবুল’ ও ‘কালা’। উভয় সিনেমায় প্রশংসা কুড়ান অভিনেত্রী। তবে ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট আসে অ্যানিমেলের সাফল্যের পর। ঠিক তখনই অফার আসে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’-এর। আর তার পরেই তৃপ্তির ভাগ্যের চাকা ঘুরে যায়। আগামীতে ‘ভুলভুলাইয়া ৩’, ‘ধাড়াক ২’র মতো সিনেমায় দেখা যাবে তৃপ্তিকে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন