কোহলি নন, শচীনের রেকর্ড ভাঙবে রুট

gbn

ওয়ানডেতে শচীন টেন্ডুলকারের (৪৯) সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিয়েছেন বিরাট কোহলি। প্রথম ক্রিকেটার হিসেবে ৫০ সেঞ্চুরি করেছেন ভারতীয় ব্যাটার। তার দুর্দান্ত ছন্দের কারণে মনে করা হয় শচীনের আরো বেশ কিছু রেকর্ড ভাঙবেন তিনি।

সেই রেকর্ডের মধ্যে আছে টেস্টে শচীনের করা সর্বোচ্চ রানও।

পূর্বসূরির এই রেকর্ড ভাঙবেন বলেই অনেক মনে করেন। তবে অনেকের সঙ্গে নিজেকে রাখেননি ব্র্যাড হগ। তার মতে, কিংবদন্তি ব্যাটারের রানের রেকর্ড ভাতে পারবেন না কোহলি। নিজের ইউটিউব চ্যানেলে এমনটাই জানিয়েছেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার।

 

হগ বলেছেন, ‘মনে করি না, বিরাট এখন রেসে আছে। সে তার মোমেন্টাম হারিয়েছে। গত কয়েক বছর ধরেই সে এটা হারিয়েছে। পরের ১০ টেস্টে ঘুরে দাঁড়াতে না পারলে সে বাদ পড়তে যাচ্ছে।

 

ভুল বলেননি হগ। শচীন-কোহলির রানের পার্থক্য যে এখন ঢের। ২৯ সেঞ্চুরির মালিক কোহলির বর্তমান রান ১১৪ টেস্টে ৮৮৭১। অন্যদিকে ‘লিটল মাস্টার’ খ্যাত ভারতের সাবেক ব্যাটারের রান ২০০ টেস্টে ১৫৯২১। ৭০৫১ রানের পার্থক্য ঘোচাতে হলে আবারও অতিমানবীয় পারফরম্যান্স করতে হবে কোহলিকে।

তবে গোধূলিলগ্নে এসে কতটা পারবেন সেটাও নির্ভর করছে। বয়সটা যে বেড়ে ৩৫ বছরে দাঁড়িয়েছে।

 

তবে শচীনের রেকর্ড জো রুট ভাঙতে পারেন বলে জানিয়েছেন হগ। অস্ট্রেলিয়ার ‘চায়নাম্যান’ স্পিনার বলেছেন, ‘জো রুট ১৪৬ টেস্টে ১২০০০ রান (আসলে ১২৪০২) করেছে। শচীন ২০০ টেস্টে ১৬০০০ রানের কাছাকাছি। আমি মনে করি ৪০০০ রানের পার্থক্য সে ঘোচাতে পারে। এটা দেখার মতো কিছু হতে যাচ্ছে। চোখ রাখতে হবে, শচীনকে পেরিয়ে যাবে রুট।’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন