অভিনয় ছেড়ে দিয়েছেন ইমরান

gbn

 জিবিনিউজ 24 ডেস্ক //

ইমরান খান। একজন শিশুশিল্পী হিসেবে তিনি অভিনয় করেছিলেন সুপার-ডুপার হিট ‘কিয়ামত সে কিয়ামত তক’ ছবিতে। তবে মামা আমির খানের হাত ধরেই বলিউড যাত্রা শুরু করলেও মামার মতো বলিউডে আসন করে নিতে পারেননি এ অভিনেতা।

এদিকে দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন ইমরান খান। সম্প্রতি তার বন্ধু অভিনেতা অক্ষয় ওবেরয় জানিয়েছেন, অভিনয় ছেড়ে দিয়েছেন ‘জানে তু ইয়া জানে না’ সিনেমাখ্যাত অভিনেতা।

 

এক সাক্ষাৎকারে তিনি বলেন, বলিউডে আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ইমরান খান। সে আর অভিনেতা নেই কারণ অভিনয় ছেড়ে দিয়েছে। ইমরান আমার এতটাই ঘনিষ্ঠ বন্ধু যে, রাত ৪টার সময়ও তাকে ফোন করতে পারি। আমার ও ইমরানের বন্ধুত্ব প্রায় ১৮ বছরের। আমরা আন্ধেরিতে ওয়েস্টে অবস্থিত কিশোর অ্যাক্টিং স্কুলে একসঙ্গে পড়েছি।

এক প্রশ্নের জবাব অক্ষয় ওবেরয় বলেন, ইমরান এখন অভিনয় ছেড়েছে। আমি যতদূর জানি সে খুব ভালো লেখে এবং পরিচালনা করার প্রতিভাও তার মধ্যে রয়েছে। তবে জানি না সে সিনেমা পরিচালনা করবে কিনা। আমি তাকে কোনো চাপ দিতে চাই না। তবে বন্ধু হিসেবে আমি চাইব, সে সিনেমা পরিচালনা করুক। ইমরান যখন সিনেমা পরিচালনায় নামবে খুব ভালো করবে। কারণ তার বোধ ও সিনেমা জ্ঞান খুবই ভালো।

২০১৫ সালে মুক্তি পাওয়া ‘কাট্টি বাট্টি’ সিনেমায় সর্বশেষ অভিনয় করছেন ইমরান। অভিনয় ছাড়ার জন্য তিনি কাউকে দোষ দেন না বলে জানান অক্ষয় ওবেরয়। ইমরান নাকি স্বীকার করেন, অভিনয় খুব সহজ বিষয় নয়। এজন্য লেখালেখি ও পরিচালনার দিকেই তিনি জোর দেওয়ার চেষ্টা করছেন। অভিনয়ের চেয়ে এগুলোতেই তার আগ্রহ বেশি।

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন