ভারত সিরিজ নিয়ে যা বললেন শান্ত

পাকিস্তান সিরিজের পুনরাবৃত্তিই করতে চায় বাংলাদেশ। যে লক্ষ্য নিয়ে পাকিস্তানকে তাদের মাঠেই ধবলধোলাই করেছে বাংলাদেশ, আজ সেই লক্ষ্য নিয়েই ভারতে গেছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা।

দেশ ছাড়ার আগে বিমানবন্দরে এমনটিই জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক শান্ত। তবে ভারতকে হারানো একটু চ্যালেঞ্জিং হবে বলেও জানিয়েছেন তিনি।

বাঁহাতি ব্যাটার বলেছেন,‘এটা অবশ্যই আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং সিরিজ হতে যাচ্ছে। তবে একটা ভালো সিরিজের পর অবশ্যই একটা বাড়তি আত্মবিশ্বাস দলের ভেতর আছে, দেশের মানুষের মধ্যেই আছে। প্রত্যেক সিরিজই একটা সুযোগ। আমরা দুইটা ম্যাচই জেতার জন্য খেলব।

জেতার জন্য যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ, প্রক্রিয়া গুরুত্বপূর্ণ...আমাদের লক্ষ্য থাকবে কাজটা আমরা ঠিকঠাক করতে পারছি কিনা। আমাদের কাজ ঠিকমতো করতে পারলে ভালো ফল সম্ভব তবে চ্যালেঞ্জিং।’

 

পিচ যেমনই হোক না কেন প্রত্যেকে নিজেদের সেরাটা দেবেন বলে বিশ্বাস শান্তর। তিনি বলেছেন,'উনারা কি চিন্তা করছে এটা তো আমি বলতে পারব না কিন্তু আমাদের স্পিন ও পেস ভালো একটা অবস্থানে আছে।

ওই দলের সঙ্গে যদি তুলনা করেন অভিজ্ঞতার দিক থেকে আমাদের পেসাররা ওদের থেকে তুলনামূলকভাবে পিছিয়ে আছে। স্পিন ওয়াইজ হয়ত কাছাকাছি আছে। অভিজ্ঞতার দিক থেকে ওই দলকে এগিয়ে রাখব। স্পিনারদের দিক থেকে কাছাকাছি আছে। যেহেতু যেকোনো কন্ডিশনে বল করার অভিজ্ঞতা আছে আমাদের স্পিনারদের।

আমি এটুকু বলতে পারি পেসার, স্পিনার এবং ব্যাটার যারাই খেলবেন প্রত্যেকে শতভাগ দেবেন। পাঁচদিন ভালো খেলতে পারলে রোমাঞ্চকর হবে।'

 

দুই টেস্টের সিরিজ শুরু হবে ১৯ সেপ্টেম্বর। সিরিজ নিয়ে নিজের লক্ষ্য জানাতে গিয়ে শান্ত বলেছেন,‘আমার ব্যক্তিগত লক্ষ্য বাংলাদেশ দল জিতুক। আমার ইচ্ছা ব্যাটার হিসেবে যেন দলে অবদান রাখতে পারি। ওটার জন্য যেরকম প্রস্তুতির দরকার ছিল আমি নিতে পেরেছি। আমি সর্বোচ্চ চেষ্টা করব যেন অবদান রাখতে পারি।'

অভিজ্ঞ সাকিব আল হাসানের কাছে আগের মতোই প্রত্যাশা আছে বলে জানিয়েছেন শান্ত। ২৬ বছর বয়সী ব্যাটার বলেছেন,'আগে যা প্রত্যাশা করতাম তাই করছি। প্রস্তুতি উনার ভালোই হয়েছে, বোলিংটা। যদিও ব্যাটিংয়ে রান করতে পারেননি। কিন্তু প্রস্তুতি ভালো হয়েছে উনার। এই সিরিজে আশা করি ভালো করবেন।'

ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলে জয় পায়নি বাংলাদেশ। ১১ ম্যাচের বিপরীতে ২ ড্র। এবার প্রথম জয় পাওয়ার ভালো সুযোগ দেখছেন শান্ত। তিনি বলেছেন,‘এটা একটা সুযোগ। প্রত্যেকে ম্যাচ জেতার জন্য খেলব। সুযোগ থাকবে জেতার। কিন্তু যেটা বললাম আগে এত লম্বা চিন্তা না করে শক্তি অনুযায়ী যেন ভালো ক্রিকেট খেলতে পারি পাঁচদিন। এটা গুরুত্বপূর্ণ।'

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন