নিজস্ব প্রতিবেদক ,,
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এর উপ-উপাচার্য (প্রো-ভিসি) পদে নিয়োগ পেয়েছেন সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী।
গত বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়। এতে সই করেন উপসচিব মোছা. রোখছানা বেগম।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বাংলাদেশ প্রৌকৌশল বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরীকে প্রো-ভাইস-চ্যান্সেলর পদে তার যোগদানের তারিখ থেকে নিয়োগ করা হলো।
আব্দুল হাসিব সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল গ্রামের চৌধুরী পাড়ার মৃত আব্দুল মুকিত চৌধুরীর ছেলে।
তিনি সিলেট সরকারি পাইলট স্কুল থেকে মাধ্যমিক ও মুরারিচাদ (এম.সি) কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করে। সেখানেই ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক বিভাগে শিক্ষক হিসেবে যুক্ত হন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন